যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। পোলার নাম- নারায়ণ দুলাল, নেপালী পোলা। সংক্ষেপে নিজের পরিচয় দেয়- ND. ছেলে ভালো। পুরো ১ বছর ১সাথে ইন্টার্নশিপ কোরেছি। অমন পোলা বাংলাদেশে হয় না।
তো ND সব ওয়ার্ডেই চরম নিষ্ঠার পরিচয় দেয়, তবে সবচে সুনাম সে কামায় গাইনিতে, বিশেষ কোরে ডেলিভারি করানোতে। এ জন্য পোলাটা অবশ্যি প্রচুর সাধনা কোরেছে। প্রতি এডমিশানে NDকে দেখতাম লেবার রুমে অপরিসীম ধৈর্য নিয়ে কোনো না কোনো মায়ের পাশে গ্লভস পরে ঠিক উইকেট কীপারের ভঙ্গিমায় ঠায় দাঁড়িয়ে থাকত, ঘণ্টার পর ঘণ্টা। আর এ সুকঠিন সাধনার বলেই ত সে VDতে ঈর্ষনীয় সুখ্যাতি কুড়োয়। এক পর্যায়ে ত অবস্থা এমন দাঁড়ায় যে ND লেবার রুমে গিয়ে ঢুকলেই কোনো না কোনো মায়ের পেট থেকে বাচ্চা ছড়াত্ কোরে বেরিয়ে পড়ে (এটা আমার নিজ চোখে দেখা, অনেকবার ঘটেছে)।
NDর এহেন সাধনালব্ধ হাতযশের স্বীকৃতি দেয়ার প্রয়োজন অনুভব কড়ি আমি। কিন্তু আমি কোনো অথরিটি না যে NDকে কৃতিত্বের সনদ বা পদক দব, পয়সাওলা না যে তাকে কোনো সম্মানী দব। তবে সোনামণিদের সুন্দর সুন্দর নাম ডাকনাম উপাধি আখ্যা দেয়ার ব্যাপারে মম কিঞ্চিত্ সুনাম রয়েছে, তার মাধ্যমেই NDকে স্বীকৃতি দিলাম। কীভাবে? তার ডাকনামের N আর Dর মধ্যিখানে আমার পক্ষ থেকে ১টি V দান করলাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।