কম্পিউটার ও ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকি। ইন্টারনেটে বিভিন্ন ওয়েবের নিয়মিত আপডেট দেখি। পড়াশুনা করছি। ITতে ভবিষ্যত ক্যারিয়ার গড়ব বলে ভাবছি। সামনের দুই বছরে MCSE, MCSA, Oracle Database এবং Cisco CCNA Courseগুলো শেষ করার চেষ্টা করব।
ফেইসবুকে বাংলাভাষার ব্যবহার এখন অনেক পুরনো। যদিও এখন পর্যন্ত তা ইন্টারফেসেই সীমাবদ্ধ। আমাদের কথাবার্তর অধিকাংশই হয় রোমান অক্ষরে। প্রযুক্তিগত কারণে পিছিয়ে থাকাটা এটার একটা কারণ। তবে সবচেয়ে বড় কারণটা হল ইংরেজি প্রীতি।
অনেকে মনে করেন ইংরেজিতে এমন কিছু Expression আছে, যা বাংলাও সম্ভব নয়। এই ধারণাটা একদম মিথ্যা নয়। আমরা বাঙালী হিসেবে বাংলা ভাষার জন্য কতটা দায়িত্ব(!) পালন করছি এটাই হল কথা।
অনলাইন এবং মিডিয়াতে বাংলা ভাষার যে ধরণটা এখন প্রচলিত মুনতাসির মামুন তাকে "হিজড়া" বলেছেন। ফেইসবুকের জন্যও এটা সত্য।
মুনতাসির মামুনের মতে বাংলা ভাষা দূষিত হচ্ছে মূলত এর উচ্চারণকে বিকৃত করে। বাংলা ও ইংরেজি মিশিয়ে যে "ডিজুস" সংস্কৃতি চালু হয়েছে তা বাংলা ভাষাকে বিনাশ করছে।
এবিষয়ে কয়েকটি বিদেশী ভাষার প্রেক্ষাপট বিবেচনা করলে আমাদের অবস্থানটি বোঝা যায়। ফরাসি, জার্মান ও জাপানিদের মাতৃভাষা প্রীতি সম্পর্কে আমরা ভাল জানি। অবশ্য এদের ক্ষেত্রে সহায়ক বিষয়গুলো হল- বিশাল জনসংখ্যা, শক্তিশালী অর্থনীতি এবং প্রযুক্তিগত অগ্রগামীতা।
কিন্তু বিশ্বে এমনও অনেক জাতি আছে যাদের এসবের কোনটাই নেই, তবু তারা নিজেদের ভাষাকে বিকশিত করে যাচ্ছে। ডেনিশরা এর প্রকৃষ্ট উদাহরণ। ডেনিশরা মাত্র পাঁচ মিলিয়ন লোকের জাতি। প্রায় নব্বুই শতাংশ ডেনিশ ইংরেজি জানে নিজের মাতৃভাষার মতই, তারপরেও তাদের রাস্তাঘাটে কিংবা অফিস-আদালতে ইংরেজির কোন চিহ্ন নেই। তারা ইংরেজি শেখে একটি skill বাড়ানোর জন্য।
নিজেকে উচ্চতর জাতি হিসেবে দেখানোর জন্য নয়।
মাতৃভাষা ব্যতীত অন্য কোন ভাষাতেই আমাদের সঠিক জ্ঞানার্জন সম্ভব নয়, আমাদের আবেগ-আকাঙ্ক্ষা তো নয়ই। তাহলে ফেইসবুকে বাংলা লেখাটা লিখতে অসুবিধাটা কোথায়। অনেকের কাছে বাংলা টাইপিং অনেকটা দুর্বোধ্য- এ ধরনের একটা ভয় থেকে বাংলা টাইপিং ধরা হয়ে ওঠে না। তাছাড়া আছে বাংলা টাইপিং-প্রযুক্তির সীমাবদ্ধতা- যদিও এখন এই সমস্যার অনেকটাই সমাধান হয়েছে।
বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যারের বাংলা ভার্সন বের হচ্ছে। Google-এ বাংলাতেই সবকিছু খোঁজা যায় এবং অন্য ভাষার ওয়েবসাইট বাংলাতে অনুবাদ করে পড়া যায়। উইকিপিডিয়ায় বাংলা ভাষায় ভূক্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েই চলেছে। ফেইসবুকেও বাংলা ভাষার ব্যাপক অগ্রগতি হচ্ছে।
অনলাইনে যেভাবে বাংলা ভাষার বিস্তৃতি হচ্ছে, তাতে এটি স্পষ্ট যে, বাংলা টাইপিং না জেনে বাংলাদেশ ও বাংলাভাষীদের সম্পর্কে জানা অনেক কঠিন।
ভবিষ্যতে নিজেদের মধ্যে ভালো যোগাযোগ প্রতিষ্ঠা করার জন্যই আমাদের বাংলা টাইপিং তথা বাংলা ভাষার ব্যবহার জানতে হবে। আর এর যাত্রা শুরু হতে পারে ফেইসবুক দিয়েই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।