আমাদের কথা খুঁজে নিন

   

আশায় জল ঢাললো পুলিশ

ডিজি টাল (ডিরেক্টর জেনারেল অব টাল) সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত বিষয়ে অগ্রগতির যে ধারণা কর্তৃপক্ষ দেশবাসীর সামনে তুলে ধরেছিল, তাতে জল ঢেলে দিয়েছে পুলিশ। বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশ দক্ষিণের উপ কমিশনার (ডিসি) মো. মনিরুল ইসলাম ডিএমপির মিডিয়া সেন্টারে এক অনানুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। ঘটনার পাঁচদিন পর পুলিশের এমন বক্তব্যে দেশের সংবাদকর্মী ও দেশবাসীকে হতাশ করেছে। ঘটনার ২ দিন পর ১৩ ফেব্রুয়ারি পুলিশ সদর দফতরের নিয়মিত ক্রাইম কনফারেন্সে তদন্তের অগ্রগতি জানানোর জন্য ডাকা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশের মহাপদির্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছিলেন, ‘তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই এর রহস্য উন্মচোন করা হবে।’ ঠিক তার একদিন পর মঙ্গলবার কোস্টগার্ডের প্রতিষ্ঠাবাষির্কী অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড. সাহারা খাতুন সাংবাদিকদের বলেছিলেন, ‘খুব শিগগিরই আপনারা এ ব্যাপারে সুসংবাদ শুনবেন।’ কিন্তু তার একদিন পর পুলিশের পক্ষ থেকে এ ধরনের সম্পূর্ণ বিপরীত একটি চিত্র তুলে ধরা হলো, যাতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির বক্তব্য ধোঁয়াশায় ঢেকে গেল। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।