আমাদের কথা খুঁজে নিন

   

একটুখানি পাওয়ার আশায়

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে আমি একটুখানি পাওয়ার আশায় অনেকটাই ছেড়ে দিয়েছি। অনেক খানি যেমনটা আমার জননী,আমার মাটিও ছেড়ে দিয়েছে। আমি অল্প ক'দিন অল্প সল্প সুখ-দুঃখ পাওয়ার আশায় সবটুকু যন্ত্রণা ভুলে গিয়েছি। আমি একটুখানি পাওয়ার আশায়........... আমি অল্প ক'দিন বাঁচার আশায় প্রতিবাদও ভুলে গিয়েছি। খাঁচার ভিতর বাঁচতে গিয়ে সেই পুরান জালেই আটকে গেছি। আমি তাদের মতো মুখরা নই, তাদের মতো বক্তাও নই, তাদের মতো প্রেমিকও নই, আমি তাদের মতো ধার্মিকও নই, আমি অল্প সল্প খোশ গল্প, খানিকটা টিকে থাকার মতো এক বিন্দু জলকে ভাবি তামাম সাগর, এক পলকটা কাছে টেনে এক শলাকার মায়ার কাছে সব তুচ্ছ, সবই ফেকি, আমি একটুখানি পাওয়ার আশায় অনেকটাই ছেড়ে দিয়েছি...........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।