তোকে দেখিনা, কতো হাজার বছর হয়ে গেলো...
::মানুষের জীবন বড়-ই বিচিত্র। এই জলে ভেজা জুবুথুবু। এই-ই আবার শুকিয়ে কাঠ! এমনই এক রহস্যভরা আয়ুষ্কাল দিয়ে সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছেন। আমরা কতো কিছু পেতে চাই। আশা করি...
আমরা কতো কিছু পাইনা।
আশা দূরাশা হয়ে যায়...
তবু আমরা আবার বারবার আশার নেশায় মাতাল হই। আবার পাওয়ার সম্ভাবনায় অন্ধ হই... আবারও হয়তো আমাদের আশা দূরাশা হয়ে যায়। আবারও হয়তো আমাদের সম্ভাবনার অন্ধত্ব কাটেনা...
তবুও আমরা আশায় বুক বাঁধি... আবার, বারবার... ::
কাছাকাছি তোমায় পাওয়ার ইচ্ছেগুলো
যাচ্ছে মরে রোজই,
ভাবি তুমি ডাকবে ঠিকই, আসলে তো
নেই তোমার খোঁজই।
ভুল ভাবনায় তোমার ছবি, মনের খাতায়
ভুল করেই আঁকি,
তোমায় ছাড়া কষ্টে আমি, তুমি তবু
ভালোই আছো দেখি।
ভালোবাসা ঘরছাড়া আজ, তোমার মনে
একটুও নেই আমি,
পথে ঘাটের হাজার মানুষ, তোমার কাছে
আমার চেয়েও দামী।
সবই জানি সবই বুঝি, তবু কেনো
তোমার মায়ায় ডুবি,
বদলে যাওয়া অন্য তুমি এখন আমায়
ঘৃণা করো খুবই।
ভালোবাসা এমনই কি লজ্জা ভুলে
শুধু কাছে যাওয়া,
নাকি আবার তোমার মতো অবিরত
একে ফেলে হাওয়া!
তোমার আশায় বুকের ভিতর বহু দূরে
জমাট খুনের ধারা,
বুকের খাঁচায় আবার কি গো আসবে তুমি
দিবে কি গো নাড়া! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।