আমাদের কথা খুঁজে নিন

   

বেহিসেবি হিসেব !

ভুল পথে হেঁটেছি কতকটা , ভুল কুয়োর জলে সাঁতার , রোদে ভিজে হিজল হতে চেয়ে খুব হারিয়ে গেছি সেদিন । এক দুপুর কানামাছি খেলার পর ঘাস ফড়িং হতে চেয়েছিলাম , ভুল ফুলে উড়ে কালো স্বপ্ন দেখা সেই প্রজাপতির ঘুড়ির সুতোয় উড়তে চাওয়া হয়নি এখনো , বৃষ্টির আগুনে পোড়া প্রজাপতি আজ ক্লান্ত শিশির ! কুয়াশা পথ ভুলে যেয়ে পাখা ঝাপটায় বুনো হরিণের পায়ে , আকাশে সব মাছেদের আনাগোনা , সাগরে ফেরে ছায়াপথ ! এতসব ভুলেও তুমি হেঁটেছো দুপুর ছায়ায় , হাতে নিয়ে ঈর্ষা পাহাড় ডিঙিয়েছি মাছরাঙা রাত । সে কি কেবল মুগ্ধতায় , না খুব বেশি ভুলে যাওয়ায় ? হিসেব করিনি , বেহিসেবের খাতায় নিরাকার শব্দ , সব কি হিসেবে হয় , হিসেবে রয় ! ২০/০১/২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।