আমাদের কথা খুঁজে নিন

   

বেহিসেবি আমি

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

বেহিসেবি আমি//বেমালুম ভুলে যাই পৃথিবীর অংগচ্ছেদ, কিশোরীর নগ্ন পায়ে নুপুরের আওয়াজ আর //উরুসন্ধির সান্নিধ্যতায় । কোমরের বিছায় লোভাতুর আমি, শ্যামা হয়ে উড়ে যাই নিশ্চিদ্র ঘুমের দেশে, পিরিত জেগে উঠে স্লিভলেস জামা দেখে । দেয়ালে সাটা রঙ্গিন পোস্টারে চোখ ফেরেনা, কল্পনায় এক নারী//এক বিছানায় ফুলের পাপড়ি, বেমালুম আমি ভুলে যাই//ধর্মনীতি । যখন চেয়ে থাকি রোদের দুপুরে//ঘাম ঝরা কপালে, বেহিসেবি আমি,ছুঁইয়ে ফেলি বাসে অসহায় শিশুর চকোলেট বিক্রি কিংবা অশীতিপরের ভিক্ষাবৃত্তি । প্রতিবিম্ব বীভৎস দর্পনে,ফিরিয়ে আনে জনারণ্যে, বেহিসেবি আমি,ভুলে যাই//রঙ্গিন পোস্টার, অভিলাষী মহড়া//দামী ফেস্টুনের বাহার। বেহিসেবি আমি,জংশনে দাঁড়িয়ে লাল-সবুজ বাতির খেলা দেখি । -জাভেদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।