আমাদের কথা খুঁজে নিন

   

বেহিসেবি

নিজকে নিয়ে উদাস আমি, পরকে নিয়ে কখন ভাবি... হিসেব করে দেখিনি জীবনের চারাগাছে মরক লেগেছে কিনা আষাঢ়ের জল থৈ থৈ চোখ চলন্ত ট্রেনের মতো টগবগে রক্ত কণিকা থমকে আছে কিনা। কিংবা বৈশাখি পালছেড়া ঝড়ের মতন বুক চাপরানো পাখি হয়ে হঠাতই থমকে যাবে কিনা। বেহিসেবি রাস্তায় ১ ২ ৩ করে পরীক্ষার খাতার মতো ফুল মার্কে স্পীড নেই শেষ বিকেলের কোলহলমুখর জীবনজট নীড়ে ফেরা পাখির মতো ব্যস্তাতা ঠেলে মাড়িয়ে যাই সব অথচ মাঠ পেরুলেই মৃত্যুকূপ নির্বাক নির্মম অশরীরী আত্মা প্রশ্নবাণে জর্জরিত করবে পরাপর সেই জিজ্ঞাসার কোনো জবাব নেই পিশাচির এবং হতে পারে না কখনোই...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।