আমাদের মধ্যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল অথবা মুক্তিযুদ্ধের ভয়াবহতা নিজের চোখে দেখেছেন , সেই প্রজন্মের নিকট থেকে সবচেয়ে বেশি দেশপ্রেম আশা করা যায় যেহেতু একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তারা সেটা প্রত্যক্ষ করেছেন । সেই প্রজন্মের একটা বৃহৎ অংশ এখন দেশ পরিচালনার মহান দায়িত্বপ্রাপ্ত , অথচ দেশের বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের প্রায়ই সন্দেহের দোলাচলে ভুগতে হয় সেই প্রজন্মের দেশপ্রেম নিয়ে । বরং যে তরুণ প্রজন্ম যারা আপাতদৃষ্টিতে মোবাইল, ইন্টারনেট এইসব নিয়ে ব্যস্ত , যারা দেশটার প্রসব বেদনার সাক্ষী নয় ....সেই প্রজন্মের দেশপ্রেমই আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।