আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যালেন্টাইন্স ডে এবং আমাদের প্রত্যাশা

এতোদিন পত্রিকায় লিখলাম এবার ব্লগে লিখব ভালোবাসা জীবন সঙ্গী গড়ার ক্ষেত্রে একজনকেই দেয়া যায়। একাধিক জনের সঙ্গে মন দেয়া নেয়া করলে এরকম বিপদে পড়ারও কিন্তু সম্ভিবনা কম নয়। এই আইডিয়াটি আমার আর কার্টুন এঁকেছেন আমার সহকর্মী কচি ভাই। ভালোবাসার জন্য যুগে যুগে অনেক ত্যাগ স্বীকার করে গেছেন, লাইলী-মজনু, শিরি-ফরহাদ, মমতাজ-শাজাহান সহ আরো অসংখ্য প্রেমিক-প্রেমিকা। কিন্তু আমরা কি বর্তমানে তাদের সেই ভালোবাসাকে ধরে রাখতে পেরেছি? ভালোবাসা শব্দটাকে ব্যবহার করে আমাদের দেশেও অনেক তরুণ-তরুণী একাধিক প্রেমে লিপ্ত হচ্ছে।

যদিও তারা মনে করে ভালোবাসা পুরিয়ে যাবার জিনিস নয়, যত ইচ্ছে ততো জনকে ভালোবাসা যাবে। আর ভালোবাসা এবং বিয়ে এক জিনিস নয়। যারা এ ধরনের মনে করে থাকেন তাদেরকে বলব প্লিজ আপনারা যা করছেন তা ভালোবাসা নয়? এটা ভালোবাসার নাম করে নোংরামি ছাড়া আর কিছূ নয়। ভালোবাসা মানে দুটি মন একই সুঁতোয় বাঁধা। মন থেকে যাকে ভালোবাসবো তাকে ভালোবাসার আগে মনের ঘরে স্থান দিতে হবে।

দুজনার একটাই টার্গেট থাকতে হবে যে, যতই ঝড় তুফান আসুক না আমরা সব প্রতিকূলতাকে পেছনে ফেলে জয় করবো ভালোবাসাকে। আর ধরে রাখবো প্রকৃত ভালোবাসাকে। প্রেমিক-প্রেমিকা হিসেবে এ দায়িত্ব আমাদের সকলের। গোলাফে সু ঘ্রান থাকে আবার কাঁটাও থাকে। অতএব ভালোবাসায় যেমন আনন্দ থাকবে তেমন মাঝে মাঝে মনমালিন্যও হতে পারে।

ভুল বোঝাবুঝি মাঝে মধ্যে হতে পারে তবে তা যেন কখনো সম্পর্ক ভাঙ্গনের পর্যায়ে না যায় সে দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যে কোনো জিনিস গড়া অনেক কঠিন কিন্তু তা ভেঙ্গে ফেলা খুবই সহজ। ভালোবাসাটাও তার ব্যতিক্রম নয়। প্রায়ই খবরের কাগজে দেখি প্রেমের সম্পর্ক করে কেউ কেউ কোন না কোন মেয়ের সর্বনাশ করে পরে সে সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে। যার ফলে আত্নহত্যার পথ বেঁচে নয় অনেক মেয়ে।

আসলে তাদেরকে প্রেমিক বলা আমাদের ঠিক হবেনা। তাদেরকে ভালোবাসার কীট হিসেবে ধিক্কার দেয়া ছাড়া আমাদের কিছু কারার নেই। এমন ঘটনা ছেলেদের ক্ষেত্রেও কম ঘটে না। ছেলারাও প্রায়ই প্রেমিকাকে হারিয়ে বেদনায় মৃত্যুর পথ বেঁচে নেয়। এক্ষেত্রে আমরা মেয়েটিকে প্রেমিকা বলতে পারিনা।

প্রকৃত প্রেমিকা তার ভালোবাসার মানুষকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করবে না। কোন কারণে বিয়ে করতে বাধ্য হলেও সারাজীবন তার মনে ভালোবাসা দাগ কেটে যাবে, এটাই প্রকৃত প্রেমের উদাহরণ। যখন মনের মানুষকে নিয়ে কোন কফি হাউজে কিংবা পার্কে আড্ডা মারা যায় তখন কার না ভালো লাগে? আর ওই ভালো লাগাটা যেন স্বর্গ থেকেই আসে। এর প্রমাণ, কারো সঙ্গে কোথাও দেখা কারার ডেট থাকলে সেদিন সেখানে যেতে মন সারাক্ষণ উতলা হয়ে থাকে। এ একত অন্যরকম অনুভূতি।

কারো সঙ্গে দেখা করতে না গেলে এই অনুভূতি টের পাওয়া যায় না। আসুন, আমরা সকল বাঁধা পেরিয়ে ভালোবাসাকে জয় কারার চেষ্টা করি। কারো জীবন নষ্ট করার জন্য নয়, আমরা ভালোবাসবো জীবন গড়ার জন্য। ভ্যালেন্টাইন্স ডেতে এটাই আমাদের প্রত্যাশা। ক্ষনিকের পৃথিবীতে কাউকে ভালোবেসে যদি তার মন জয় করতে পারি এটাই তো আমাদের বড় পাওয়া।

কারো মন জয় কারার মাঝে একটা আনন্দ উপলব্দি করা যায়, কিন্তু কারো মনে ব্যাথা দিয়ে কাউকে ভালোবাসার নামে ঠকিয়ে হতাশা ছাড়া আর কিছুই জীবনে পাওয়া যায় না। ভালোবাসা দুটি মনের অনেক পরিশ্রমের গড়া একটি নাম। আর তাই আমরা সারাজীবন দুজন দুজনের পাশে রবো আজকের দিনে এটাই আমাদের শপথ...  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.