আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যালেন্টাইন্স ডে - সিঙ্গেল ডে

শাতিলের পাতায় আপনাকে স্বাগতম হাতে তেমন কোন জরুরী কাজ না থাকলে পড়ে দেখতে পারেন। কারন যতই পড়বেন ততই জ্ঞ্যান বাড়বে। সেটা যত অখাদ্য লেখাই হোক না কেন। ফেবুতে আমি http://www.facebook.com/nafissadique.shatil কয় দিন পর ই ভ্যালেন্টাইন্স ডে। কপোত কপোতী আর যারা in a relationship তাদের এই দিন টা নিয়ে আগ্রহের অন্ত নেই।

সারা বছর হা করে তীর্থের কাকের মত বসে থাকে কখন আসবে ফেব্রুয়ারী। শুধু ভালেন্টাইন্স ডে না এই মাসেই আরো আছে কিস ডে, চকলেট ডে, টেডি ডে, রোজ ডে, প্রপোজ ডে etc etc... আমার কথা হল এত দিবসের ভীড়ে সিংগেল দের জন্য কোন দিবস নাই কেন?? থাকা উচিত কিনা বলুন?? আমরা সিঙ্গেল সমাজ শুধু আমাদের গার্লফ্রেন্ড না থাকার কারনে পদে পদে নিপীড়নের শিকার কেন হব?? আরে ভাই এত টাকা খরচ করে যে গোলাপ ফুল টা কিনলেন এর কোন মানে আছে?? ওই গোলাপ ফুলতো ছাগলেও খায় না। তার চেয়ে বাধাকপি কিনেন। আর আমাদের কৃষিপ্রধান দেশে কৃষকদের একটু খেয়ে পড়ে বাচতে দিন । ।

ছোটকালে ভাব সম্প্রসারন পরেন নাই? বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। যদি ফুল ই দিতে হয় তো প্লাস্টিকের ফুল দিন। এতে অনেক সুবিধা। এটা অরিজিনালটা থেকে অনেক ভালো সার্ভিস দিবে। তারপর বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্প প্লাস্টিক শিল্পের ও প্রভুত উন্নতি সাধিত হবে।

ফুলকপিও দিতে পারেন। অনেক সুস্বাদু আর উপকারী তরকারি। আর রিকশায় সি এন জি তে প্রেম করা বন্ধ করেন। কোথাও যেতে গেলে প্রেমিকাকে হাটয়ে নিয়ে যান । এতে আপনার নিজের অর্থনীতি সমৃদ্ধশালী হবে।

আর উনাকে বোঝান হাটা একটি উত্তম ব্যায়াম। এর উপকারীতা সম্পর্কে আগে থেকে জেনে যাবেন। যাতে বয়ান দিতে সুবিধা হয়। আমার এসব কথা বলার কারন হল আপনাকেও সিঙ্গেল বানিয়ে আমাদের দল ভারী করা। বুঝতেই তো পারছেন।

সব কথার শেষ কথা হল অচিরেই সিঙ্গেল ডে ঘোষনা করা হোক। বছরের এই দিনটাতে আমরা গর্ব করে বলতে পারব যে আমরা সিঙ্গেল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.