আমাদের কথা খুঁজে নিন

   

আসুন সর্বক্ষেত্রে ভারতকে বর্জন করি....

তবে আকাশকুসুম সপ্ন দেখিনা...... এ মুহূর্তে আমার চোখে সব চেয়ে ঘৃর্ণিত দেশ ইন্ডয়া। আমাদের সাইবার যোদ্ধারা ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে....তারা কি করতে পারে। এখন মনে হচ্ছে বাংলাদেশের সব তরুন সমাজ এ যুদ্ধে ঝাপিয়ে পড়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আমিও নিজেও তাই। কিন্তু খুব দু:খ লাগে যখন দেখি হিন্দি চ্যানেল গুলোর জয়জয়কার।

ওদের দেশের সিরিয়াল না দেখলে মনে হয় বাঙ্গালী মেয়েদের ভাত হজম হয়না। অথচ চিন্তা করে দেখুন আমাদের কয়টা চ্যানেল তাদের দেশে চলে??? এর পরও আমাদের লজ্জা হওয়া উচিত। চিন্তা করে দেখুন ইন্ডিয়ার প্লেয়ারদের আমরা মাথায় তুলে রাখি অথচ আমাদের দেশের প্লেয়ার রা এখন পর্যন্ত ইন্ডিয়ায় কোন সফরে যেতে পারেনি। এটা কেমন আচরন???? কেমন অপমান????? আমাদের কি লজ্জা শরম বলে কিছু আছে???? এর পরেও আমরা.........অফফফফফ আসুন আমরা এই অহংকারী, হত্যাকারী, অত্যাচারী দের কে সর্বক্ষেত্রে বর্জন করি। তাদের সব চ্যানেল...........তাদের পন্য,,,,,,,সব বর্জন করি।

আসুন আমরা এয়ারটেল বর্জন করি.................এই হারামী গুলো আমাদের দেশের প্রায় ৯৮ কোটি টাকা রাজস্ব ফা^ঁকি দিয়ে নিশ্চন্তে ব্যবসা করছে,,,,,,,,,,,,,,,,, আর আমাদের রত্তের টাকা শুষে নিচ্ছে। .,,,,,,,,,, এখনই সময়.........এসব অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাড়ার...........আমাদের হ্যাকাররা তা করিয়ে দেখিয়ে দিয়েছে। ............আসুন নিজ নিজ অবস্থান থেকে আমরাও যা করার তা করি............তাহলে ফেলানীর আত্বা একটু হলেও শান্তি পাবে। ............. বীর বাঙ্গালী কী র্বোট ধরো...............ইন্ডিয়া ধ্বংশ করো.............. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।