সামু ব্লগ ভালবাসি। নিয়মিত ব্লগ পড়ি। অনুমোদন পাই ৪তলার। লোভীমন বলে, আরে ৪তলা দিয়ে কি হয়?' তাই করি ৭ তলা। প্রথম বছর পুকুর ভরাট করে ২য় বছরেরই ধরি বিল্ডিং এর কাজ।
নিম্নমানের রড-সিমেন্ট, তা যদি আবার সঠিক অনুপাতে না মিশানো হয় তবে আর রক্ষা কি?
এটাতে সব ভবন মালিকের কাজ। আর গামের্ন্টস? প্রায়ই আগুন লাগে, বিল্ডিং ধ্বসে শ্রমিক মারা যায়। উদ্ধারকর্মী আসে, সাংবাদিক আসে- মিডিয়ায় ২দিন আলোচনা হয়, সরকার শোক ঘোষণা করে, তদন্ত কমিটি হয়। তদন্ত হয় কিন্তু শাস্তি হয়না। মালিকপক্ষ থাকে ধরা ছোয়াঁর বাইরে।
কারণ মালিকের থাকে ৩/৪টা পাসপোর্ট আর সে ঠিক ই জানে সরকারের কোন কোন জায়গায় কি পরিমাণ মাল ঢাললে তদন্তকারীরা চুপ থাকবে। তাই আর এর কোনো সুরাহা হয়না। ক্ষতিগ্রস্থ পরিবারকে ১লাখ টাকা দেয়া হয়, সাথে থাকে প্রচুর সমবেদনা! ৪দিনের মাথায় সব আলোচনা- সমালেচনার সমাপ্তি ঘটে। মিডিয়ার লাগে নিত্য নতুন খবর, পুরাতন খবর প্রচারে কি আর চলে? তাই সবকিছু ঢাকা পড়ে যায়।
কিন্তু যার মা,বোন,স্ত্রী, মেয়ে বা ভাই, বাবা, ছেলে যায় সে বুঝে কষ্ট।
অন্য কেউ বুঝেনা, সরকারতো অনেক দূরেই। ব্রাক ব্যাংকে শ্রম দেন শিক্ষিত সমাজ, তাদের জীবনের মূল্য আছে। কিন্তু দরিদ্র শ্রমিক ১দিন কাজ বন্ধ রাখলেই ছাটাই, কাজ নাই খাবে কি? তাই বাধ্য হয় জীবনের ঝুকি নিয়ে কাজে যেতে!!
হাজার কোটি টাকা খরচ করে বিমানবন্দরের নাম পাল্টাতে পারে সরকার কিন্তু উদ্ধারাকাজে আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে পারেনা। আহত মানুষগুলো মৃতের তালিকায় নাম লেখায়। আর লঞ্চ ডুবির সময় লাশ গুম করে দেয়া হয়।
এতগুলো প্রাণহানির ঘটনার পরও বিজিএমইএ র হুশ হয়না। বিল্ডিং কোড মানেনা, ভারী মেশিন যথাস্থানে সেট করতে পারেনা। শ্রমিকদের জন্য উপযুক্ত কোনো তহবিল নেই। তাদের চাপে সরকার শ্রম আইন পূর্ণ বাস্তবায়ন করতে পারেনা, কারণ তারা সরকার কে যথেষ্ট টাকা দেয় এর জন্য।
সরকারের প্রতি অনুরোধ রাষ্ট্র, সমাজ সবক্ষেত্রে জবাবদিহিতা সৃষ্টি করুন, দায়িত্ব নিন, দূর্ঘটনা নিয়ে রাজনৈতিক কথা পরিহার করুণ।
বাংলাদেশে শ্রমের বাজার সস্তা বলে অন্তত শ্রমিকদের জীবন সস্তা ভাববেননা। গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশী অবদান রাখছে। এসব দূর্ঘটনার প্রভাব স্বভাবতই এই শিল্পের উপর খারাপ ভাবেই পড়ে। তাই সবার এক্ষেত্রে সচেতন হওয়া জরুরী। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।