নাজমুল ইসলাম মকবুল
বাংলা ভাষায় দেশে বিদেশে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা’শীর্ষক আলোচনা সভায় বক্তারা
সর্বক্ষেত্রে বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে হবে
সর্বেেত্র মাতৃভাষা বাংলাকে অগ্রাধিকার দিতে হবে। বাঙালী জাতির প্রাণের ভাষা বাংলাকে টিকিয়ে রাখতে শহীদ সালাম, বরকত, শফিউর ও জব্বারের ন্যায় মরণপণ সংকল্প নিতে হবে। বহুজাতীয় ভাষার যাতাকলে নিষ্পেষিত এ ভাষাকে দেশ ও বিদেশের মাটিতে প্রচার ও প্রসার ঘটাতে তরুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে এ দেশের শিতি তরুণরা সাহিত্য ও সাংবাদিকতার েেত্র বাংলাকে যে প্রাধান্য দিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। এ কৃতিত্ব ধরে রাখতে বর্তমান প্রজন্মকে সাহিত্য চর্চায় আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সাপ্তাহিক আমাদের সিলেট এর আয়োজনে বাংলা ভাষায় দেশে বিদেশে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সাপ্তাহিক আমাদের সিলেট সম্পাদক ডাঃ মিফতাহুল হোসেন সুইট এর সভাপতিত্বে ও সিলেট লেখক ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল এর পরিচালনায় গত ২৪ অক্টোবর সোমবার বাদ মাগরিব সিলেটের মীরবক্সটুলাস্থ হোটেল সিলেট ইন এর কনফারেন্স হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেকড় সন্ধানী লেখক ও গবেষক সৈয়দ মোস্তফা কামাল বলেন, সমৃদ্ধ জাতি গঠনে সুস্থ সাহিত্য চর্চায় সকলকে এগিয়ে আসতে হবে। সর্বেেত্র আমাদের প্রাণের ভাষা মাতৃভাষা বাংলাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকতার েেত্র আমাদেরকে আরও সচেতন হতে হবে। হলুদ সাংবাদিকতাকে পরিহার করতে হবে।
সম্মানিত অতিথির বক্তব্যে জাপান ইন্টারন্যাশন্যাল প্রেসকাব এর জেনারেল সেক্রেটারী, জাপানের প্রথম অনলাইন বাংলা পত্রিকা বিবেকবার্তা সম্পাদক পি.আর. প্ল্যাসিড বলেন, জাপানে শুধু কাজ আর কাজ। কাজ ছাড়া অন্য কিছু করার সুযোগ নেই। কিন্তু আমি সেখানে চরম বৈরী পরিবেশের মধ্যে বসবাস করেও বাংলা ভাষায় সাংবাদিকতা ও সাহিত্য চর্চার কাজ চালিয়ে যাচ্ছি। পত্রিকা প্রকাশ করছি। বই প্রকাশ করছি।
বইয়ের স্টল দিচ্ছি। বাংলাদেশ থেকে লেখক কবি সাহিত্যিক সাংবাদিকরা জাপান সফরে গেলে সেখানে তাদের নিয়ে সাহিত্য সভা, সাহিত্য আড্ডার ব্যবস্থা করছি। সেখানে বাংলা চর্চার জন্য লাইব্রেরী করেছি। বাংলাদেশ থেকে সেই লাইব্রেরীর জন্য প্রতি বছর প্রচুর পরিমানে বই নিচ্ছি। শেকড়ের টানেই আমি এসব করছি।
আজ সিলেটবাসী আমাকে যে সম্মান জানালেন যে আতিথেয়তা দেখালেন তা কোনদিন ভুলার নয়। সিলেট সফরে এসে আমি অভিভুত আনন্দিত। সারাটা জীবন আমি বাংলা ভাষায় সাহিত্য ও সাংবাদিকতায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে লেখক গবেষক ও কবি মুকুল চৌধুরী বলেন, বাংলা শুধু বাংলাদেশীদের ভাষা নয়। ভারতের কয়েকটি রাজ্যসহ বিশ্বের প্রায় ২৫ কোটি মানুষের ভাষা বাংলা।
বাংলা ভাষার সুনাম আজ বিশ্বস্বীকৃত। শিগগিরই জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাভাষাকেও স্থান দেয়া হবে। এটা আমাদের জন্য গৌরবের বিষয়।
লেখক গবেষক শাহ নজরুল ইসলাম বলেন, দেশ বিদেশ থেকে প্রকাশিত বাংলা অনলাইন পত্র পত্রিকায় তাৎনিকভাবে সদ্য তৈরি করা গরম সন্দেশের স্বাদ পাওয়া যায় আর পরদিন প্রকাশিত প্রিন্ট পত্রিকায় আগের দিনের তৈরি ঠান্ডা সন্দেশকে আবার উনুনে দিয়ে গরম করে খাবার যে স্বাদ সেই স্বাদ পাওয়া যায়। তাই অনলাইন ও প্রিন্ট উভয় পত্রিকা একটি অপরটির পরিপুরক।
সিলেট লেখিকা সংঘের সভাপতি সালমা বখত চৌধুরী বলেন, বাংলা ভাষাকে দেশে বিদেশে আরও ব্যাপক ভাবে বিকশিত করার ল্েয সিলেট লেখিকা সংঘ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিলেটের অন্যান্য জেলায়ও আমরা লেখিকা সংঘের শাখা গঠন করেছি। শিগগিরই আমরা আমেরিকায়ও লেখিকা সংঘের শাখা গঠন করবো।
দৈনিক সিলেট ডট.কম ও মাসিক বিশ্ববাংলা সম্পাদক কবি মুহিত চৌধুরী বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির কল্যাণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশিত বাংলা অনলাইন ও প্রিন্ট পত্রিকাগুলি বিশ্বব্যাপী বাংলাভাষাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে ব্যাপক অবদান রাখছে।
সভাপতির বক্তব্যে সাপ্তাহিক আমাদের সিলেট সম্পাদক ডাঃ মিফতাহুল হোসেন সুইট বলেন, জাপানে বসবাররতো একজন নিবেদিতপ্রাণ সাহিত্যসেবী লেখক ও সম্পাদককে সম্মান দিতে পেরে আমরা আজ আনন্দিত ও গর্বিত।
বাংলা ভাষায় দেশে বিদেশে সাংবাদিকতা ও সাহিত্য চর্চার মাধ্যমে আমরা নতুন নতুন লেখক সাংবাদিকদের সান্নিধ্য পাচ্ছি। এটা আমাদের জন্য গৌরবের। তিনি আরও বলেন, হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমরা সংগ্রাম শুরু করেছি। আমাদের সেই সংগ্রাম অব্যাহত থাকবে। সাপ্তাহিক আমাদের সিলেট হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার লেখক ও কলামিস্ট রুহুল আমীন নগরীর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট লেখক ফোরামের সহ সভাপতি আবু মালিহা।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, দৈনিক কাজির বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, প্রাবন্দিক ও গ্রন্থকার সৈয়দ মবনু, দৈনিক জালালাবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট লেখক ফোরামের সাধারন সম্পাদক শফিক আহমদ শফি, সিলেট লেখিকা সংঘের সাংগঠনিক সম্পাদক ইশরাক জাহান জেলী প্রমূখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আমাদের সিলেটের উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম, বাংলাদেশ বার্তা ডট কম এর প্রধান সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান, বিজ্ঞানী আব্দুল হাই আজাদ বাবলা, কলামিস্ট ও গ্রাফিক্স ডিজাইনার লুৎফুর রহমান, কবি ও প্রাবন্ধিক মোঃ তোবারক আলী, সিলেট লেখিকা সংঘের উপদেষ্ঠা নূরুন্নেছা চৌধুরী রুনী, সহ সাধারন সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহী, কোষাধ্য আমিনা শহীদ চৌধুরী, সাহিত্য সম্পাদক তাহমিনা ইসলাম, সহ সাহিত্য সম্পাদক রেবিন চৌধুরী, লেখক উদয়ন বড়–য়া, সাংবাদিক কবির আশরাফ, সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির, শাহ জালাল, জাহেদ আহমদ, জাহেদ আহমদ, আং কাইয়ুম, নাজির আহমদ, জেনী রিবেক প্রমূখ।
অতিথিদের ফুল দিয়ে বরণ করেন, সাংবাদিক কলামিস্ট স্বপন দাশ, শফিকুল ইসলাম সফিক, সাপ্তাহিক আমাদের সিলেটের স্টাফ রিপোর্টার ছালমা বেগম, শাকেরা বেগম মুক্তা প্রমূখ।
সভায় সম্মানিত অতিথি পি.আর. প্ল্যাসিডকে সাপ্তাহিক আমাদের সিলেট এর প থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পত্রিকার সম্পাদক ডাঃ মিফতাহুল হোসেন সুইট এবং অতিথিবৃন্দ।
সংবর্ধিত অতিথি পি.আর প্ল্যাসিড তাঁর লিখিত গ্রন্থ ‘দিনগুলি মোর’ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দকে উপহার দেন।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।