ফিরে আস। ফিরে এসে রাজপথে দাড়াও। ভোরের আলোয় প্রচন্ত নিশ্বাস নিয়ে বল চমৎকার, চমৎকার, কি দুর্দান্ত চমৎকার এই মনুষ্য জীবন...... প্রায় মাস খানেক(কম-বেশি হতে পারে) আগে যখন প্রথম "ব্ল্যাক হ্যাট হ্যাকার" গ্রুপ ভারতের ওয়েবসাইটে হামলা করে তখন সমুতে এদের কৃতিত্ব নিয়ে কিছু পোস্ট দেখেছিলাম। সেই পোস্টগুলাতে "দেশী পোলা" নামক একজন ভারত-প্রেমিক ব্লগার প্রত্যেকটা ব্লগেই কৃটিসাইস করে কমেন্ট করে "পারলে ভারতের ওয়েবসাইটে ফেলানির একটা ছবি লাগায়া দেও দেহি"। আমার ধরনা "ব্ল্যাক হ্যাট হ্যাকার" এর সদস্যদের কেউ সেই আইডিয়াটা চ্যালেন্জ হিসেবে নিয়ে কাজে লাগিয়েছে। আমার ধারনা সত্যি হলে দেশী পোলা নিসন্ধেহে ওয়েবসাইটে ফেলনীর ছবি আইডিয়াটা জন্ম দেয়ার জন্য সকল কৃতিত্বের দাবিদার তাই না (কোন পোস্টের লিন্ক দিতে পারলামনা। নিয়মিত ব্লগাররা ঐসকল ব্লগ কমেন্টশ অবশ্যই পড়েছেন আশাকরি।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।