অদ্ভুত পৃথিবী ১৯৫২ সালে বাংলা ভাষা রক্ষাকরতে গিয়ে প্রান হারান সালাম,বরকত,রফিক,জব্বার আরোও অনেকে। যাদের প্রানের বিনিময়ে আমরা পেয়েছি এই সুমধুর ভাষা তাদের প্রতি সন্মান দেখিয়ে আমরা ২১ শে ফেব্রুয়ারিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই আর ভুলে যাই আমাদের রাজনৈতিক অঙ্গনে এই ভাষার প্রতি শ্রদ্ধার কথাটা। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর নামের দিকে খেয়াল করলেই বুঝা যায় তারা কতটুকু এই ভাষাকে শ্রদ্ধা প্রর্দশন করেন। প্রথমেই আসা যায় আমাদের বৃহৎ রাজনৈতিক দল "বাংলাদেশ আওয়ামীলীগ" এর নামের দিকে । "আওয়ামী" শব্দটি এসেছে উর্দূ ভাষা হতে আর "লীগ" শব্দটি এসেছে ইংরেজি ভাষা হতে ।
তাহলে "আওয়ামীলীগ" শব্দটি উর্দূ ও ইংরেজি এই দূটি বিদেশী ভাষা থেকে অর্থাৎ এখানে নামকরনের ক্ষেত্রে বাংলাভাষাকে প্রাধান্য না দিয়ে এই দুই বিদেশি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে । অপর দিকে আরেক রাজনৈতিক দল "বিএনপি" তাদের পূরো নামটিই ইংরেজিতে তারাও ঐ একই অবস্থা । "বাংলাদেশ জামাত-ইসলামী" এদের কথা নাই বললাম এর পূরোই আরবীতে বাংলার কিছুই নাই। আরেক রাজনৈতিক দল "জাতীয় পার্টি" এর এক অংশ বাংলাতে আর অপর অংশ ইংরেজিতে এরাও বাংলা ভাষার প্রতি সন্মান দেখাই নি। সব রাজনৈতিক দলের একই অবস্থা ।
বাংলাদেশ আওয়ামীলীগ এই দেশেরপ্রথম এবং প্রধান রাজনৈতিক দল হিসেবে বাংলা ভাষাকে সন্মান দেখিয়ে তার নাম পরিবির্তন করে একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা রাখি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।