আমাদের কথা খুঁজে নিন

   

তামাশা

হেটে চলেছি আমার আপন পথে........ কৃষ্ণচুড়া ফুল শুকিয়েছে অনেক আগে লাল নীল স্বপ্নের ভীড়ে আমি আর নেই বুকের ভিতর কেও হাতুড়ি পিঁটাই না মনে হয় হাতুড়ি’র ডামাট ভাঙ্গা ধুলো আর গাড়ীর ধুয়োও হারিয়েছি আমি শ্বাস প্রশ্বাসে অক্সিজেনের অভাব রাস্তার পাগল সবচেয়ে সুখী যেখানে ইচ্ছে ঘুমায় চেয়ে খাই তামাশা দেখি শুধু তামাশা দেখি গলায় তালা মারছি জুজুর ভয়ে অধিকার হীন সমাজে বলা বারন ভয় দেওয়ালেরও নাকি কান থাকে শৌশব হারিয়েছি ছোট আকাশের নিচে জানালায় জ্বলেনা জোনাকী পোকা চাঁদের মত কেনও একা থাকা বাতাসে ভেসে আসেনা শিমুলের পালক নদীর মত মন ভাঙ্গা গড়ার খেলা মুক্তি নেই মুক্তি দেয় না কেও তামাশা দেখি শুধু তামাশা দেখি


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।