আমাদের কথা খুঁজে নিন

   

তামাশা



[সাংবাদিক ওবায়দুল হক স্মরনে] আমার চোখের সামনে লেলিহান শিখায় জ্বলেপুড়ে ছারখার হয়ে যাচ্ছে তিল তিল করে গড়া আমার সাজানো সংসার ; অথচ আজ আর আমার কিছুই করবার মতো ক্ষমতা নেই নির্লিপ্তভাবে তাকিয়ে থেকে কষ্ট পাওয়া ছাড়া শক্তহীন , অনকেটা প্রানহীন , মৃতপ্রায় আমি নির্বিকার । যে আমি হেটে যাওয়ার সময় জমিনে কাঁপন ধরতো শার্ট ছিড়ে বেরিয়ে আসতো শক্ত সবল বাহু সে আমি কারো সাহায্য ছাড়া একদন্ড চলতে পারিনা আজ যৌবনের শক্ত সবল বাহুগুলো ঝুলে গেছে মরা লাউয়ের ডগার মতো মুখের গহ্বরে একটি দাঁতও অবশিষ্ট নেই নামেমাত্র চোখ আছে , কিছুই দেখি না কাছের ও দূরের চশমাটি আজ আমার শরীরেরই একটি অংশ এই আমি লেলিহান আগুন নিভাবো কিভাবে ? চুলোর পাশে প্রজ্বলন শেষে পড়া থাকা একটি শুকনো কয়লা আমি কারো কারো জন্য আমি বড় বিরক্তিকর বোঝা আর এ সমাজের কাছে আমি চলত্শক্তিহীন, বাক্যহীন , দৃষ্টিহীন পরিবারের কাছে ভূমিকাহীন এক জীবন্ত তামাশা । সুতরাং জ্বলুক, লেলিহান আগুনের ভয়াল শিখা সব গ্রাস করে নিক জ্বলেপুড়ে, যাকে বলে একেবারে ছারখার হয়ে যাক আমার তিল তিল করে গড়া সাজানো সংসার এ আগুন নেভানোর ক্ষমতা আমার নেই আমি শক্তিহীন, অনেকটা প্রানহীন , মৃতপ্রায়, আমি নির্বিকার প্যারিস, ১৮ ডিসেম্বর '০৮


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।