আমাদের কথা খুঁজে নিন

   

চাষী - তামাশা # ৩

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

১ম চাষী: আমার যে গরুটি হারিয়ে গিয়েছিলো এবং পরে আমি সেটি ফিরে পেয়েছিলাম, সেই গরুটি সম্ভবত কোনো রাজনীতিবিদের পাল্লায় পড়েছিলো। ২য় চাষী: কীভাবে বুঝলে? ১ম চাষী: আগে যখন রাত শেষ হয়ে ভোর হতো, তখন গরুটি বলতো 'হাম্বা', আর তখন আমি গরুটিকে দিয়ে কাজ করাতাম। এরপর যখন সকাল হতো, তখন গরুটি বলতো 'হাম্বা', 'হাম্বা', আর আমি গরুটিকে ক্ষেতে নিয়ে যেতাম। এরপর দুপুর হলে গরুটি বলতো - 'হাম্বা', 'হাম্বা', 'হাম্বা', আর তখন আমি গরুটিকে খাবার দিতাম। ২য় চাষী: এখন কী হয়েছে? ১ম চাষী: এখন গরুটি ভোর বেলা যখন কাজের সময় হয় তখন 'হাম্বা' বলে না, সকালে যখন ক্ষেতে নিয়ে যাওয়ার সময় হয় তখনও 'হাম্বা,' 'হাম্বা' বলে না, কিন্তু দুপুরে যখন খাবারের সময় হয়, তখন গরুটি একসাথে তিনবার বলে ওঠে, 'হাম্বা,' 'হাম্বা,' 'হাম্বা।'


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।