রাজধানীর তেজগাঁওস্থ লাভ রোডে অবস্থিত দৈনিক যায়যায়দিন পত্রিকা অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এই আগুনের ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়। আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পার্শ্ববর্তী একাধিক মিডিয়া হাউসের সাংবাদ কর্মীরা। এসময় অগ্নিকান্ড সংঘটিত ভবন থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় দীর্ঘক্ষণ ওই পত্রিকার সকল কাজ বন্ধ ছিল। অন্ধকারে নিমজ্জিত হয় আশপাশের ভবন। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে রাত নয়টায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। শনিবার পত্রিকাটি যথাসময়ে প্রকাশ করার জন্য আবার কর্মব্যস্ত হয় পুেরা অিফস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।