ভবিষ্যতের আবরণ উন্মোচিত হয় ধীরে ধীরে, অথচ মানুষকে কাজ করে যেতে হয় দিন থেকে দিনে " আমরা সেই ধরণের শিক্ষা, অনুশীলন, বিদ্যায় বিশ্বাস করি না যা বিদ্যালয়ের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ এবং যাতে জীবনের উত্তেজনা পরিত্যক্ত। যতদিন পর্যন্ত শ্রমিকরা কৃষকরা জমির মালিক ও পুঁজিপতি দ্বারা শোষিত হবে, যতদিন পর্যন্ত বিদ্যালয়গুলি জমিদারদের ও পুঁজিপতিদের অধীনে থাকবে, ততদিন তরুণসমাজ অন্ধ ও অজ্ঞ থাকবে। আমাদের বিদ্যালয়গুলিকে যুবকদের অবশ্যই জ্ঞানের মূল বিষয়গুলি শেখাতে হবে, স্বাধীন সাম্যবাদী দৃষ্টিভঙ্গী গড়ে তোলায় সক্ষম করে তুলতে হবে। তাদের অবশ্য্ই যুবকদের শিক্ষিত মানুষ করে তুলতে হবে। বিদ্যালয়ে শিক্ষালাভের সঙ্গে সঙ্গে তাদের অবশ্যই শোষণ থেকে মুক্তি অর্জনের সংগ্রামে কেমন করে অংশীদার হতে হয় তা শিখতে হবে।" (যুবলীগের কর্তব্য-ভিআই লেনিন, রাশিয়ার যুব কমিউনিস্ট লীগের সারা রুশ কংগ্রেসে প্রদত্ত ভাষণ-অক্টোবর, ১৯২০ হতে নেয়া হয়েছে।) মনে হচ্ছে নিজে কিছু না লিখে যে সকল মনীষী আগে যা বলে গিয়েছেন তা তুলে ধরলে বোধহয় যা বলা প্রয়োজন তা বলা যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।