দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...
পাবনায় ডিসির অপসারণের দাবিতে ছাত্রলীগ-যুবলীগের মানববন্ধন
পাবনার জেলা প্রশাসক (ডিসি) এ এফ এম মঞ্জুর কাদিরকে অপসারণ ও ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আজ রোববার দুপুরে জেলা ছাত্রলীগ ও যুবলীগ পাবনা শহরে মানববন্ধন করেছে।
দুপুর সোয়া ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত শহরের আবদুল হামিদ সড়কে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন জেলা প্রশাসককে দুর্নীতিবাজ উল্লেখ করে বলেন, অবিলম্বে তাঁকে পাবনা থেকে চলে যেতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে বড় ধরনের আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এদিকে কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জেলা প্রশাসকের কুশপুত্তলিকা দাহ ও ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।
মানববন্ধনে আরও বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হাসান।
প্রসঙ্গত, শুক্রবার সকালে জেলা প্রশাসনে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা শুরু হলে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা দুটি পরীক্ষাকেন্দ্রে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ করে। এরপর দুপুরে জেলা প্রশাসন জরুরি সভা করে নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। পরে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান, বর্তমান সভাপতি আহম্মেদ শরীফ, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান, মো. রায়হানসহ ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক নেতা-কর্মীকে আসামি করে দুটি মামলা করেন।
সূত্র- প্রথম আলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।