মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! BPL= বলিউড প্রিমিয়ার লীগ, এর জম-কালো উদ্বোধনী দেখা গেল আজকে। আমি অনুষ্ঠান নিয়ে কিছু বলবো না, যা বলার তা বলে লাভ নেই। আমি শুধু একটা বিষয় বুঝতে পারছি না। ডেস্টিনি কি বলিউডের, বাংলাদেশ এজেন্ট নাকি? হেরা কোন অনুষ্ঠানে স্পন্সর থাকলে, বলিউডের রান না দেখায়ে ঠিক থাকতে পারে না কেন ? শাহরুখ,সালমান, ক্যাটরিনা--- মুন্নী,শিলা, বিপাশা...... সবাইকে কি বাংলাদেশের জাতীয় পর্যায়ের অনুষ্টানগুলোতে এনে রান দেখানোর ইজারা ডেষ্টিনিকে কে দিল- বুঝলাম না। আমি সকলকে বলবো ডেষ্টিনিকে হ্যা বলুন, তাতে আমার আপত্তি নাই। তবে আমার রিকোয়েষ্ট হইলো--- বাংলা ৮ই ফাল্গুন ইংরেজী ২১ শে ফ্রেবুয়ারীতে শহীদ মিনারে ডেষ্টিনির আয়োজনে --- শীলা,মুন্নী, বিপাশার একটা ককটেল আয়োজন করে ........ বাংলার তরুন সমাজকে হাল্কা চার্মের আয়োজন করে দিলে, আমরা ধন্য হই। জয় ডেষ্টিনি, জয় বলিউড।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।