আমাদের কথা খুঁজে নিন

   

অদৃশ্য

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের।... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে। ১ প্রিয় কোনো কবিতাও পানসে মনে হয় কখনোবা প্রিয় কোনো গান শব্দদূষণের মতো লাগে এতোকাল যা লিখেছি কিছুই হয় নি- ইচ্ছে হয় সবগুলো রাফখাতা পুড়ে ফেলি সবকিছু মুছে ফেলি যেসব ছাইভস্ম ছড়িয়েছি ব্লগে। ২ কখনো এমনও হয়- দু-এক পঙ্‌ক্তি কবিতা হুট করে ঢুকে পড়ে মগজে কিছুকাল মনে মনে আওড়াই, এরপর অকস্মাৎ ভুলে যাই সামান্য ফুরসতে এসবে ক্লান্তি ধরে গেছে; নিজ্‌ঝুম ডানা ঝাড়ে বিমর্ষ কিছু ছায়া আমি জানি, এসব রহস্য সন্তর্পণে তোমারই রচনা, হে অলঙ্ঘ্য মায়া।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।