আমাদের কথা খুঁজে নিন

   

দৃশ্য অদৃশ্য

প্রকাশিত বই ৭টি : ১. অপরূপা নীল নির্জনতায় (কবিতা, ২০০১) ২. সন্ধ্যার ঘ্রাণ (উপন্যাস, ২০০৫ ) ৩. আমেরিকার সাম্প্রতিক কবিতা (অনুবাদ, ২০০৫) ৪. আমেরিকার সাম্প্রতিক কবিতা-২ (অনুবাদ, ২০০৯) ৫. বাংলা শেখা সহজ ( ছোটদের বই, ২০০৯ ) ৬. একদিন কপোতাক্ষ ও অন্যান্য গ কত ছবি ছড়ানো চারপাশে । আলোর তুলি আঁকে শুভ্রতম মেঘ ঢেউয়ে, ক্লান্তিহীন এঁকে যায় ঝিলিমিলি চিত্রমালা, সবুজ ছায়া আঁকে বৃক্ষের তুলি । তোমার আনত চোখের পাপড়ি পেরিয়ে ঝুর ঝুর আলো আসছে প্রিয় টেবিল-বাতির নিজস্ব জ্যোতির মতো । নাকের শিখর অনুগত নীলাদ্রি নিঝুম, ভোরের আভার আরক্তিম তুষারকণা । চিবুক, মেঘ-হারানো সকাল এক— ফুল ফুল উচ্ছল উপত্যকা । শ্রাবণমুখর চুলের নদী নামলো যেই বেঁকে, পাখি-ঠোঁটের কোণ চুলের রেখায় ঢেকে রেশমি বুকের অহরহ স্রোতে, নিলীন নেমে আসে । কালো-মখমল, গহন হৃদয়ের কালো নদী আমার— জানে না সমুদ্র, পথ হারায় তীরে তীরে অন্তহীন গোধুলিময়তায়… ************

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।