আরও একটি দিন শেষ হয়ে গেল। ভাবতে অবাক লাগে কি দ্রুতই না সময় চলে যায়। মনে হয় এই্তো বেশিদিন হয়নি স্কুল জীবন পার করেছি। যদিও ভাবি সময় বেশি পার হয়নি, কিন্তু গুনতে গেলে বেশ বুঝতে পারি যে প্রায় একদশক পার করতে চলেছি। ইশ, কি করে সময় এত দ্রুত চলে যায়?
ইন্টারনেট জিনিষটার কল্যানেই কিনা জানিনা আজকাল ঘরে দিন পার করতে তেমন একটা খারাপ লাগেনা।
জালের ভেতর একবার ঢুকে পড়লে, আটকে যাই, সময় দ্রুত চলে যায়। মাঝে মাঝে ভাবি কি অদ্ভূতই না এই জাল, এমনভাবে মানুষকে আটকে ফেলে যে কাজ-কর্ম ভুলে সেখানেই পড়ে থাকি। মাঝে যে কত মূল্যবান সময় নষ্ট হয়ে যায়, তার কোন হিসেব কি রাখি? আমিতো রাখি না, রাখতে পারিনা। মাঝে মাঝে আফসোস হয়। কিন্ত জাল থেকে বের হতে পারিনা যে।
নিজেকে মাকড়সার জালে আটকে থাকা পোকা মনে হয়। পোকার মত হাত-পা জালে জড়িয়ে না থাকলেও, মনটা জড়িয়ে থাকে - সেটাতো আরও ভয়ঙ্কর।
আজ ভেবেছিলাম নিজের কাজ-কর্ম কিছুটা এগিয়ে রাখব, কিন্তু পারলাম কোথায়? অদৃশ্য জালে জড়িয়ে মূল্যবান সময় পার করলাম ফেইসবুক, টুইটার আর ইউটিউবে।
কিভাবেই না মনের উপর কতৃত্ব নিয়ে ফেলেছে অদৃশ্য এই জাল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।