আমাদের কথা খুঁজে নিন

   

তোকে নিয়ে ঘর বাধার স্বপ্ন আমার অন্তহীন রাত্রিদিন..

তোকে নিয়ে ঘর বাধার স্বপ্ন আমার অন্তহীন রাত্রিদিন তবু বাধ সাধে আরেক আশা ফুটপাথে যাদের বাসা আগে তাদের জনয় এক্তা ঘর বানাই ......................................................।। তোর দুচোখ দেখে আমায় আমার দুনয়খ দেখে আকাশ সেই আকাশ কালো করে মানুসের দীর্ঘশ্বাস জানি তোর আমি অপরাধি তুই বাদি তুই বিবাদি তুই সিদ্ধি শক্তি অপরিসীম কিন্তু যারা গঞ্জে গায়ে বঞ্চনার উজান বাহে আগে তাদের জন্য যৌথ খামার বানাই ……………………………………………………………… ফেলে আসা দিনের স্মৃতি আমার বুকে বাড়ায় ক্ষত দু হাত তুলে আকাশ পানে শুধুই মহাকাল আর কত হয়তো ফেরা যায় ঘরে পিঠ দেখানো রাস্তা ধরে কিন্তু মুখ দেখাবো কি করে তোকে আজো মানুষ এ ভূখন্ডে বাঁচে বোবা দ্বিধা দ্বন্দে আজো মানুষ এ ভূখন্ডে বাঁচে বোবা দ্বিধা দ্বন্দ্বে আগে তাদের মুক্তির ভাষা শেখাই.. আমার শোনা অন্যতম সেরা গান। তাই লিনক টা শেয়ার করলাম তোকে নিয়ে ঘর বাধার স্বপ্ন আমার অন্তহীন রাত্রিদিন View this link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।