মেঘলা অভিমান কেমন যেন হয়ে গেছে সব?আমিই এমন করেছি নাকি তোরা এমন করেছি আমি জানি না। হয়তো দুটোই সত্যি কিংবা সময়ের কারনে এমনটা হয়ে গেছে। নিজেকে অনেক শক্ত করার চেষ্টা করছি,আমাকে করতেই হবে। আমি অনেক কিছু করতে চাই তবু আবার অনেক কিছুই করে ফেলি। এই যেমন ধর নীল,তোকে আমি মিস করতে চাই না,প্রচন্ড তীব্র ভাবে চাই না কিন্তু ততটাই তীব্রভাবে করছি,প্রচন্ড পরিমানে।
আমি কতটা নির্লজ্জ আর বেহায়া চিন্তা করেছিস?এত কিছুর পরেও আমি তোকে মিস করছি। এত অপমান করেছিস আমাকে তুই,আর এত নিষ্ঠুর হয়েছি আমি আসলে নিষ্ঠুর হওয়ার চেষ্টা করেছি আমি তবু কেন আমার তোর কথা মনে পড়ে এত?কেন আমি আজো পাগলের মত তোকে মিস করে যাই। জানিস,তুই এই আমাকে প্রতিনিয়তে যেমনটা দেখছিস তেমনটা আমি প্রতিনিয়তে যুদ্ধ করে হয়েছি। হয়েছি বললে ভুল হবে হবার ভান করছি। আমার এই যদ্ধ যে আর কত কত দিন চলবে আমি জানিনা।
আমি ক্লান্ত তবু আমাকে এই অবিরাম যুদ্ধ চালিয়ে যেতে হবে। এই কথাগুলো তুই আর জানিস না,জানবিও না। তোকে বলা হবে না কোনদিন। তীব্র ভাবে চাই না কিন্তু ততটাই তীব্রভাবে করছি,প্রচন্ড পরিমানে। আমি কতটা নির্লজ্জ আর বেহায়া চিন্তা করেছিস?এত কিছুর পরেও আমি তোকে মিস করছি।
এত অপমান করেছিস আমাকে তুই,আর এত নিষ্ঠুর হয়েছি আমি আসলে নিষ্ঠুর হওয়ার চেষ্টা করেছি আমি তবু কেন আমার তোর কথা মনে পড়ে এত?কেন আমি আজো পাগলের মত তোকে মিস করে যাই। জানিস,তুই এই আমাকে প্রতিনিয়তে যেমনটা দেখছিস তেমনটা আমি প্রতিনিয়তে যুদ্ধ করে হয়েছি। হয়েছি বললে ভুল হবে হবার ভান করছি। আমার এই যদ্ধ যে আর কত কত দিন চলবে আমি জানিনা। আমি ক্লান্ত তবু আমাকে এই অবিরাম যুদ্ধ চালিয়ে যেতে হবে।
এই কথাগুলো তুই আর জানিস না,জানবিও না। তোকে বলা হবে না কোনদিন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।