নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
বালক বলে
অবোধ বালিকা, কখনো দুরে যাসনে
যেতে হলে সাথে নিবি, অথবা বলবি মিছে হলেও
"আমিতো নিতেই চাই, ওদের জন্য পারিনা",
সাধারণ মেয়ে হলেও
তোর চাহনিতে কেন থাকে হজমী লুনের স্বাদ
তুইতো পাগলী মেয়ে, আরো পাগলী হোস
সারারাত পুতুল করে খেলতে খেলতে
তোকে ভেঙে মাটির গুড়ো দেখি
তুই কি খেলিস? তোরও কি হয়না
এমন আজব খেয়াল?
ভর দুপুরে সাতার কেটে আমার সঙ্গে চলনা কুড়োই
বুনো হাসের ডিম
জলমহলের দেশে শুনেছি রেলগাড়িতে
অনেক অনেক সাদা মেঘ উড়ে, পাহাড় ঘুরে
সবাই বেড়ায় - তুই আর আমি যাব সেথায়
পরীর মতন সাদা ফ্রকটা পরিস - অন্য কাউকে
ঠাই দেবোনা, ওরা থাকুক ছায়া পথের মতো
ঝাপসা কুয়াসায়, সবাই তো আর তুই হয়না!
দেনা তোর চুড়ির হাত, পাতা মেল, রেখা দেখে
বলে দেই পুনর্জন্ম হবেই হবে তোর আর আমার
অনেকবার যতক্ষন আমরা না হই ক্লান্ত
চুম্বকের কালো টুকরা পাথর তুই, আমি নিকেল
ধারালো আঁচড়, তবুও তোকেই চাই
তুই গেলি কই বেড়াতে গত মাসে
আমি কেঁদেছি চুপি চুপি ধৈর্য সয় না
আকন্দ গাছের ভাঙা ডালের মত
ক্ষরণ হলো, তোর ঝড়ে উড়ে গেল বামের কোমল পাঁজর।
বালক ভাবে হৃদয়ে রক্তক্ষয়
হলে অন্য সবাই কী করে?
জংলী পাতায় জোনাক যেমন আগুন পিঠে জ্বলতে থাকে খুব অযথাই
মাছরাঙা ডাঙা ভুলে পানিতে মিটায় ক্ষুধা
তুই কি তবে আমার হয়ে জুড়াবি মন? বলবি মিঠে কথা
হাসছিলি তুই, "তোর জন্য? কত্ত বড় সখ?"
বালক চেয়ে দেখে
বালিকা ব্রীড়ায় নিচু হয় - শঙ্খনীল চোখ,
বাদামীকালচে কোকড়ানো চুল
বাতাসে আলোরা খেলতেই ঘাসের পরিণত চুল
পড়ন্ত বেত ফলের কাঁটায় জড়াজড়ি
গাছের তলায় কুড়িয়ে পাওয়া
জামগুলো রেখে দেয় বালিকার জন্য
স্কুল শেষে পথে চলতে চলতে দেখা হলে,
বালক বলে , তোকে নিয়ে আজ দুরে যাব,
যেখানে আকাশ সীমানা ছাড়িয়ে ডুবে যায়
লাল শাপলায় খেলা করে সবুজ মাছেরা
তুই যাবি না?
বালিকা হেসে বলে, ধুর - এগুলোতো নাটকে গল্পে হয়!
তোর চাওয়াগুলোও ঠিক একালের নয়
তারপর পনেরো বছরের ঘুম ভাঙতেই
বালিকা নিরুদ্দেশ
বালক কাঠের চেয়ারে পরিশ্রান্ত চাকুরে যুবক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।