আমাদের কথা খুঁজে নিন

   

নতুন রূপে 'ড্যানিয়েল র্যাডক্লিফ'

মনে আছে বিশ্ব কাঁপানো হ্যারি পটারের কথা? মনে আছে গোল চশমা পরিহিত ছেলেটার কথা? সেই ভূবনবিখ্যাত হ্যারি পটার চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনয়শিল্পী ড্যানিয়েল র্যাডক্লিফ। ড্যানিয়েলের কথা বললেই চোখের সামনে ভাসে হ্যারি পটারের অবয়ব। সেই ছোট্টবেলায় তুমুল জনপ্রিয় চরিত্রটিতে অভিনয় করে সকল শ্রেনীর দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গেড়ে নিয়েছেন তিনি। ড্যানিয়েল এখন আর ছোট নেই,রীতিমতো যুবক। আর গত ৩ তারিখে মুক্তি পেয়েছে তার নতুন ছায়াছবি the woman in black.এবার আর তিনি ছেলে নন,রীতিমতো ছেলের বাবা।

হরর টাইপের এই মুভিটি কেবলমাত্র যুক্তরাষ্ট্র,কানাডা ও ইউরোপের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে। ফেব্রুয়ারীর ১০ তারিখে ড্যানিয়েলের নিজ দেশ বৃটেনসহ বিশ্বব্যাপী মুভিটি মুক্তি পাবে। এরই মধ্যে ১৩ মিলিয়ন ডলার বাজেটের মুভিটি আয় করে নিয়েছে ২১ মিলিয়ন ডলার। হ্যারি পটারের ব্যাবসায়িক সফলতার ধারে কাছে না থাকলেও মুভিটি বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে। হ্যারি পটারের মাধ্যমে ড্যানিয়েল মাত্র ২১ বছর বয়সের মধ্যেই ক্যারিয়ারের চূড়ান্ত সফলতা পেয়েছেন।

তার অভিনীত হ্যারি পটার সিরিজের ৮ টি ছবিই all-time worldwide box office এ উপরের সারির ৩৫ টি মুভির মধ্যে স্থান করে নিয়েছে। তবে ড্যানিয়েল চাইছেন নিজেকে অন্যভাবে প্রমান করতে । তবে হ্যারি পটারের মত সাফল্য আবার পেতে হলে তাকে যে অনেক খাটতে হবে,নিঃসন্দেহে বলা যায়। তবে এর চাইতেও কঠিন হবে নিজেকে হ্যারি পটারের বৃত্ত থেকে বের করে আনা। কেননা টানা ১0 টি বছর একটি চরম জন্যপ্রিয় মুভি সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে যেভাবে ওই চরিত্রটির সাথে মিশে গিয়েছেন,সেই চরিত্র থেকে এত তারাতারি বেরিয়ে আসা এত সহজ নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.