মডারেসন প্যানেল আমাকে ব্যান করায় আমি পোস্ট দিতে পারছিনা। জানিনা এরা কবে আমাকে লিখতে দিবে। বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলো মানুষের কাছে স্বপ্ন বিক্রি করছে। প্রতারণার আশ্রয় নিয়ে স্বপ্ন দেখিয়ে অনেক ক্ষেত্রে অনেককে নিঃস্ব করছে।
আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জি এম কাদের এ কথা বলেন।
তিনি জানান, এ ধরনের প্রায় ৬৯টি প্রতিষ্ঠানের নিবন্ধন রয়েছে। এ প্রতিষ্ঠানগুলো প্রতারণার অভিযোগ পাওয়ার পর নতুন করে নিবন্ধন স্থগিত রাখা হয়েছে। তিনি জানান, প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। সব মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।
সরকারদলীয় সাংসদ তাজুল ইসলামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, এমএলএম কোম্পানিগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘ডাইরেক্ট সেল আইন-২০১২’ নামে একটি আইনের খসড়া প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠানো হয়েছে।
এ-সংক্রান্ত বিষয়ে মতামত পাওয়া গেলে খসড়া আইনটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
এমএলএম ব্যবসা ইসলামের দৃষ্টিতে হারাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।