শাস্তির বিধান রেখে মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম নিয়ন্ত্রণ অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার। অধ্যাদেশটির নামকরণ করা হয়েছে 'মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ২০১৩'।
অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি লাইসেন্স গ্রহণ ব্যতিত মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করতে পারবে না। কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করলে অনূর্ধ্ব ১০ বছর এবং ন্যূনতম ৫ বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেয়া যাবে। সরকারের অনুমোদন ছাড়া লাইসেন্স বা এর অধিনে অর্জিত স্বত্ব সম্পূর্ণ বা আংশিকভাবে হস্তান্তর করলে অনূর্ধ্ব ২ বছর এবং ন্যূনতম ১ বছর কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।
সরকারের পূর্বানুমোদন ছাড়া কোনো লাইসেন্স বা এর অধীনে অর্জিত স্বত্ব সম্পূর্ণ বা আংশিকভাবে হস্তান্তর করা যাবে না। সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা পণ্য বা সেবার তালিকা সংশোধন করতে পারবে। মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স প্রদানের একক এখতিয়ার থাকবে সরকারের এবং লাইসেন্সের জন্য সরকারের কাছে নির্ধারিত পদ্ধতি ও ফরমে আবেদন করতে হবে।
আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে সরকার আবেদনে উল্লেখিত ব্যবসা প্রতিষ্ঠানের স্থান সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করবে এবং প্রাপ্ত তথ্যাবলী পরীক্ষার পর লাইসেন্স মঞ্জুর অথবা নামঞ্জুর করার সিদ্ধান্ত গ্রহণ করবে। অধ্যাদেশে বলা হয়েছে, গৃহস্থালী পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য, প্রসাধন ও টয়লেট্রিজ পণ্য, হারবাল পণ্য, টেলিযোগাযোগ সেবা বা এতে ব্যবহারযোগ্য পণ্য, প্রশিক্ষণ সংক্রান্ত পণ্য ও সেবা এবং কৃষিজ ও কৃষিজাত পণ্য বা সেবার ক্ষেত্রে লাইসেন্সের অধীন মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা যাবে।
অধ্যাদেশে ‘মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম’ বলতে কোনো পণ্য বা সেবা দুই বা ততোধিক স্তর বিশিষ্ট নেটওয়ার্ক সৃষ্টির মাধ্যমে সুনির্দিষ্ট কমিশন বা লভ্যাংশ বা অন্য কোনো সুবিধা প্রদানের পরিকল্পনা ও প্রতিশ্রুতির আওতায় পরিচালিত বিপণন কার্যক্রমকে বোঝানো হয়েছে।
এছাড়া মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী ব্যক্তিকে এ অধ্যাদেশ কার্যকর হওয়ার ৯০ দিনের মধ্যে এ অধ্যাদেশের বিধান অনুসারে লাইসেন্সের জন্য সরকারের কাছে আবেদন করতে হবে। এ সময় অতিক্রান্ত হওয়ার পর কোনো ব্যক্তি মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করতে পারবে না। পাশাপাশি মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী ব্যক্তি অধ্যাদেশ কার্যকর হওয়ার ৯০ দিনের মধ্যে লাইসেন্সের জন্য সরকারের কাছে আবেদন করতে ব্যর্থ হলে অনূর্ধ্ব ১০ বছর এবং ন্যূনতম ৬ বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার আওতায় পিরামিড সদৃশ বিক্রয় কার্যক্রম পরিচালনার অপরাধে অনূর্ধ্ব ১০ বছর এবং ন্যূনতম ৫ বছর কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
কোনো ব্যক্তি মোড়কজাতকরণ ছাড়া মাল্টি-লেভেল পদ্ধতিতে পণ্য বিপণন করলে অনূর্ধ্ব ২ বছর এবং ন্যূনতম ১ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। পণ্যের মূল্য অযৌক্তিক বৃদ্ধি করার অপরাধে অনূর্ধ্ব ৩ বছর এবং ন্যূনতম ১ বছর কারাদণ্ড এবং ৩ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। অন্যদিকে নিম্নমানের পণ্য বা সেবা বিপণনের অপরাধে অনূর্ধ্ব ৫ বছর এবং ন্যূনতম ২ বছর কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। অধ্যাদেশে উল্লেখিত কোনো অপরাধের জন্য কোনো ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ করলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হবেন। এ অধ্যাদেশের অধীন অপরাধগুলো আমলযোগ্য ও অজামিনযোগ্য হবে।
মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ক্রেতা, ক্রেতা-পরিবেশক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণে গত সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।