আমাদের কথা খুঁজে নিন

   

সংসদে মহাজোটের শরিকদেরও ক্ষোভ

শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাংসদেরা। তাঁরা শেয়ার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানান। জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে এক দিন সংসদের অন্য সব কাজ স্থগিত রেখে (৬২ বিধিতে) আলোচনার করার সুযোগ রাখতে স্পিকারের প্রতি মহাজোট সরকারের সাংসদেরা আহ্বান জানান। ডেপুটি স্পিকার শওকত আলী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন। সরকারদলীয় সাংসদেরা এমন একটা সময় এ নিয়ে আলোচনার সুযোগ চাইলেন, যখন বিএনপি একাধিক অধিবেশনে শেয়ারবাজার নিয়ে মুলতুবি প্রস্তাব দিয়েছে।

যদিও এখন পর্যন্ত তাদের সেই প্রস্তাব স্পিকার গ্রহণ করেননি। মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হলে আওয়ামী লীগের সাংসদ তোফায়েল আহমেদ পয়েন্ট অব অর্ডারে (অনির্ধারিত আলোচনা) দাঁড়িয়ে শেয়ারবাজারের সাম্প্রতিক অবস্থা তুলে ধরে আলোচনা শুরু করেন। এরপর মহাজোটে সরকারের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সাংসদ রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাংসদ হাসানুল হক ইনু, আওয়ামী লীগ সাংসদ খান টিপু সুলতান এবং স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম একই বিষয়ে আলোচনা করেন। তোফায়েল আহমেদ বলেন, এই সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে বিভিন্ন ধরনের সুযোগ দেওয়া হয়েছিল। এগুলো ঠিক না ভুল ছিল, তা এখন আলোচনার সময় এসেছে।

কেননা, শেয়ারবাজারের এই ধসের কারণে এরই মধ্যে ঢাকা ও চট্টগ্রামে দুজন নিহত হয়েছেন। সরকার লোভনীয় প্রচারের মাধ্যমে দরিদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ারবাজারে এনেছে। সেনাসদস্য, পুলিশ সদস্য এমনকি শিক্ষকেরা তাঁদের পেনশনের সামান্য টাকা বিনিয়োগ করে এখন পুঁজি হারিয়েছেন। তিনি বলেন, হঠাত্ আকস্মিক কারণে ব্যাংক বাজার থেকে টাকা তুলে নিল আবার এখন প্রতিষ্ঠানের পরিচালকদের ২ শতাংশ শেয়ার কেনার বিধান করা হয়েছে। পরিচালকেরা এখন সিন্ডিকেট করছেন।

তাঁরা বাজার সবচেয়ে কমে নামিয়ে এনে শেয়ার কিনবেন। তোফায়েল আহমেদ আরও বলেন, খোন্দকার ইব্রাহিম খালিদ একটি তদন্ত প্রতিবেদন দিয়েছেন। এই ধসের জন্য যাঁরা দায়ী, তাঁদের এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সাজা দেওয়া হচ্ছে না। তিনি অভিযোগ করেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের আন্দোলন স-গ্রাম পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। রাশেদ খান মেনন বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুলিশ দিয়ে তাড়া করে পুঁজিবাজার নিয়ন্ত্রণ করা যাবে না।

টাইম ম্যাগাজিনে এই শেয়ারবাজারকে সবচেয়ে নিকৃষ্ট করা হয়েছে। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, শেয়ারবাজার ধস অর্থনীতি ধ্বংসের কারণ। এ থেকে উত্তরণের জন্য অর্থমন্ত্রীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.