আমাদের কথা খুঁজে নিন

   

বিরক্তি

কবিতা বসে টিনের চালা ঘরে- দুঃসহ গরম! মোটর-পাম্পের ঘো ঘো শব্দে এ কথোপকথন- নেমেছি এক অঘোষিত শ্রবণ-যুদ্ধে! বিদ্যুৎ আছে,আছে বৈদ্যুতিক বাতি; মাথার ওপর শুধু ফ্যানটি নেয়- অতোটুকু চাওয়াও বাড়তি। লোমকূপ থেকে বেরুই ঘর্ম-জল বসে পাশে সাইটের দারোয়ান সজল। চোখে-মুখে ওর ক্লান্তির প্রশান্তি! আর আমার বিরক্তি। বলল -স্যার,আপনারা পড়েছেন অনেক আমি গরিব, অতি সাধারণ পড়ালেখা করিনি তেমন। কয়েক ক্লাস পড়েছিলাম- নাম-ধাম লিখতে পারি।

এখানে আসার আগে এ বাড়ি,ও বাড়ি কামলা খাটতাম; তারও আগে টানতাম ঠেলাগাড়ি। বাবা-মা নেই,ভাই-বোনও নেই; নেই আপন কেউই। এক পারাত ভাই আছে- বড়ই সুহৃদ; এই শহরেই থাকে- বাড়ি, এইতো কাছে। তিনি আর তার পরিবার আমাকে ভীষণ সমাদর করেন, প্রায়ই বেড়াতে যেতে বলেন। কিন্তু,করব কি- খেটে খাই, সপ্তাহের সাতদিন এখানেই থাকি- ছুটি-ছাটটাও নাই।

দিনে খড়-তাপ কোলাহল আর রাতে মশার কামড়- বত্রিশে গড়াল বয়স। বিয়ে-সাদিও হয়নি- এ-জীবনে আমি বড়ই একা! গল্প শুনে ওর, বিরক্তি আমার নিমিষেই দূর হয়। আর বোধ হয়, জীবন আমার এখনও কতটা অদেখা! (গেল গ্রীষ্মে Construction site এ বসে লেখা) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।