আমাদের কথা খুঁজে নিন

   

যারা নিজে সৃষ্টি করতে পারে না অন্যের সৃজন ক্ষমতায়ও তারা আস্থাবান নয়

জীবনের ধারাবাহিকতায় সদা পরিবর্তনশীলতা নানা ধরনের চেতনাবোধের জন্ম দিয়েছে। আমার মনোজাগতিক যে সংগ্রাম তা সামাজিক ও সাংস্কৃতিকতাকে পুরোপুরি হুবহু ধারণ করেছে বলাটা বোধ করি ঢের অন্যায় হবে। আমার সাথে অপরের যে পারস্পরিক আন্ত:সম্পর্ক তৈরি হয়েছে তাতে বিন্দু পরিমাণ কৃত্রিমতা ছিলনা বললেও বাস্তবে তার প্রমাণ খুব বেশি দিতে পারিনি। আমার ব্যক্তিত্ববোধ তৈরিতে আমি কিভাবে আমার জীবনকে যাপন করেছি তার প্রভাব নিশ্চয়ই পড়েছে। কিন্তু যোগ বিয়োগ করে মনোজাগতিক চেতনার আলোকে সামাজিক বাস্তবতাকে বিশ্লেষণের প্রবণতা একশ ভাগ ঠিক ছিল বলতে পারি না।

আমার শৈশব কেটেছে প্রাকৃতিক রুপ সৌন্দর্য দৃষ্টি নন্দন করে তুলেছে এমন প্রত্যন্ত গ্রামে। কৈশর কেটেছে ছোট্ট মফস্বল শহরে। আমি অতীতে ফিরে দেখি এই গ্রাম আর মফস্বল শহর পর্যটকদের কাছে লোভনীয় আকর্ষণের নিদর্শন না হলেও আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন অনেক সহজ সরল সুন্দর মানুষ গুলিও এই জটিল সমাজে অসহায়, বেমানান। আমার বাবা খুব নামজাদা ব্যবসায়ী ছিলেন বলব না তবে মানবিকতা, হৃদ্যতা তার বৈশিষ্টের সাথে অকৃত্রিমভাবে জড়িত।

আমার পরিবারে আমার জন্ম সবাইকে আনন্দে আত্মহারা করেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে আমার ব্যক্তিসত্তার আজকের অস্তিত্ব বা উপস্থিতি এখন তাদের জন্যে কতটুকু আনন্দের তা হিসাব মিলানো অত সহজ নয়। নিজের বয়সগত ও জ্ঞানগত ক্ষেত্রে পরিবর্তিত সময় এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি তথা পারিপাশ্বিক বাস্তবতার পরিবর্তন জীবন ও বুদ্ধিবৃত্তিক চিন্তা জগতেরও পরিবর্তন ঘটায়েছে। নিজের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্যকে অনুসন্ধান করে যে আত্মবোধ ও স্বপ্নের ইমারত গড়ে ওঠেছে আত্মনির্মাণে তার সম্পূর্ণ প্রতিফলন ঘটানোটা বড্ড কঠিন হয়ে পড়েছে। আসলেই প্রতিটি সমাজেই আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী মানুষ থাকে।

আমি আদেশ পন্থী নই বলেই একটা ধরাবাধা পথ আমার দরকার হয় না। অন্তরের সহজ উপলব্ধি বিসর্জন দিয়ে পরের আদেশকে একান্ত আপন করে আকড়িয়ে ধরা আমার দ্বারা অসম্ভব। আদেশের যষ্টি হাতে করে অন্ধের মতো হাতড়ে হাতড়ে পথ চলায় আমার আরামবোধ হয় না। আমি দেখেছি যারা নিজে সৃষ্টি করতে পারে না অন্যের সৃজন ক্ষমতায়ও তারা আস্থাবান হতে পারে না। উপলব্ধিহীনের জন্যে অন্যের অনুকরণ ও অনুসরণ একমাত্র ভরসা।

আমার উপলব্ধি যেখানে সজীব সেখানে কোন বাইরের শক্তি এই সজীবত্ব নষ্ট করতে পারবে না। জীবনে চলার পথে খুব কম সংখ্যকই অনুপ্রেরণাপন্থী ব্যক্তিদের সংস্পর্শ পেয়েছি। তবে এটা বুঝেছি অন্তরের গভীরতম লোকে অনুপ্রেরণাপন্থীরা একটা স্পন্দন অনুভব করে। এই স্পন্দনই তাদের করণীয় জানিয়ে দেয়। অফিসে দেখি আমাদের আর যা কিছুর অভাব থাক, অনেকেরই সময়ের অভাব নেই।

কিন্তু সেই সময়ের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করার মতো কাজের অভাব রয়েছে যথেষ্ট। সময়কে উপযুক্ত কাজে লাগাতে না পারলে জীবনকে মহান ও ব্যক্তিত্বকে সুদৃঢ় ভিত্তির উপর দাড় করানো আকাশ কুসুম স্বপ্ন ছাড়া কিছুই নয়। আমি সহজ প্রেরণার বশবর্তী হয়ে চলতে পছন্দ করি। আমি আমার পথচলাকে সহজ ও আনন্দময় করে তুলতেই সচেষ্ট থাকি। কেউ যদি এতে আমার শক্তির অভাব বলে মনে করে সেজন্য বিন্দুপরিমাণ লজ্জাবোধও আমার নেই।

আমি জানি আমার ভাগ্য অন্য কেউ গড়ে দিবে না। যিনি আমার স্রষ্টা তিনি ছাড়া কেউ আমার চিরসঙ্গীও নয়। ফলে আমি মেহনত করেই টিকে থাকতে চাই। অলস নির্জীব না হয়ে সাধনা করে সংগ্রামীর মতো বাচতে চাই। বিনা চেষ্টায় অকৃতকার্যতার গ্লানি হতে মুক্ত থাকা যে অসম্ভব তা আমি খুব ভাল করেই বুঝি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.