আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানীকে নিয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র

বাংলার জনগন কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে নিহত ফেলানীকে নিয়ে নির্মাণ হচ্ছে একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। ‘ফেলানী’ নামের এ চলচ্চিত্রটি নির্মাণ করছেন ইউসুফ চৌধুরী। এর স্ক্রিপ্ট লিখেছেন গোলাম রাব্বানী। জীবিকার সন্ধানে বাবা-মার সঙ্গে ইটভাটায় কাজ করতে ভারতে গিয়েছিল ১৪ বছরের তরুণী ফেলানী। কাঁটাতারের প্রাচীর ডিঙিয়ে দেশে ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা।

ফেলানী তার স্বপ্ন নিয়ে পাখির মতো ঝুলে পড়ে কাঁটাতারে। চার ঘণ্টা প্রাণ নিয়ে পানি পানি করে চিত্কার করতে থাকে ফেলানী। এক সময় কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হয়। ফেলানীর জীবন আর স্বপ্ন নিয়েই এ ছবির গল্প। ফেলানী চরিত্রে অভিনয় করবেন একজন অভিনেত্রী।

বর্তমানে ছবির অন্যান্য শুটিংয়ের কাজ চলছে। ইউসুফ চৌধুরী বলেন, ‘সীমান্তে মানুষ মারা বিএসএফের জন্য নতুন কোনো ঘটনা নয়। তারা ইচ্ছা করলেই তাদের গুলি খরচ করতে পারেন আমাদের ওপর। ফেলানীর মতো অসংখ্য বাংলাদেশীর মৃত্যু ঘটেছে বিএসএফের হাতে, যার কোনো বিচার হয়নি। ফেলানী একটি প্রতীকী চরিত্র।

এ চরিত্রের মাধ্যমে আমরা অন্যদের কথাও বলতে চাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.