আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানীকে নিয়ে ব্যস্ত

inveterate to Create

এখন সবাই ফেলানীকে নিয়ে ব্যস্ত। রায়ের আগ মূহুর্ত পর্যন্ত একজন ফেসবুকারকেও দেখলাম না চিল্লাইতে। রায় শেষ, ব্যস...... শুরু হয়ে গেল দুনিয়া কাঁপানো স্ট্যাটাস, প্রোফাইল পিকচার আর কভার পিকচার পরিবর্তন। ব্যাপারটা মোটেই খারাপ না, কিন্তু আমরা যে তেলা মাথায় তেল দেওয়া জাতি, সেটাই বুঝলাম এই কয়েক ঘন্টায়। আমরা ভুলে গেছি, বিশ্বজিৎ হত্যার কথা।

যেটা আমরাই করেছি। অর্থাৎ, আমাদের দেশের মানুষই করেছে। বি.এস.এফ জওয়ানের হাতে খুন হওয়া ফেলানীর থেকেও কি এই ঘটনাটা বেশি নির্মম কিনা, সে প্রশ্ন করব না। শুধু বলব এতটুকুই, হিপোক্রিট জাতিতে পরিনত হতে বাকী নেই আমাদের। আমরা সুযোগ বুঝে চিল্লাইতে শিখেছি।

আমি জানি, এখনই কেউ হয়ত আমাকে ভারতীয় দালাল, ইত্যাদি ইত্যাদি বলে গালি দেওয়া শুরু করবেন। সে কাজটাও কি ঠিক হবে??? আমি যদি, ভারতীয় দালাল হয়ে থাকি, তাহলে চিহ্নিত রাজাকারেরা তো পাকিস্তানের দালাল। বোধ করি, ভারতীয় দালালদের থেকে তারা কোন অংশেই কম ক্ষতি করে নি এই দেশের। সত্যি বলতে, আমাদের দেশের পরতে পরতে অবিচার আর দুর্নীতি চলছে। আমরা শুধু শিখেছি, তেলা মাথায় তেল দিতে আর পরের গীবত করতে।

কাজের সময় চুপ করে থাকাটা আমাদের পেশা আর সুযোগ বুঝে চিৎকার করাটা আমাদের নেশা হয়ে দাঁড়িয়েছে। পরিশেষে, ফেলানীর রায়ের প্রতি আমিও আপনাদের মতন ক্ষোভ প্রকাশ করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.