আমাদের কথা খুঁজে নিন

   

ফেলানীকে নিয়ে..........



ফেলানীকে নিয়ে কোন আন্দোলন হবে না, কারণ, সে কোন রাজনৈতিক দলের সদস্য নয়- তাকে নিয়ে রাষ্ট্রীয় প্রতিবাদও হবে না, কারণ , ক্ষমতার জন্য প্রতিবাদ নয় পদলেহন চাই- ফেলানীকে নিয়ে কোন পত্রিকা লিখবে না- কারণ , সে লেখায় অর্থ আসে না, বরং দালাল সম্মানী বন্ধ হয়ে যাবে- ফেলানীকে নিয়ে সেমিনার হবে না- কারণ , বুদ্ধিজীবীদের বুদ্ধি ও ভাতা রুদ্ধ হতে পারে চিরতরে, ফেলানীকে নিয়ে মানবাধিকার কর্মীরা জাগবে না- কারণ – অর্থহীন ওদের বাচার অধিকারই নেই, ফেলানীকে নিয়ে কবি কবিতা লিখবে না- কারণ, কবিদের হৃদয় হারিয়ে গেছে কোথায় কে জানে, ....তবু , চোখ বন্ধ করলেই ফেলানীকে দেখি নববধূর সাজে এক চঞ্চল কিশোরী- ফেলে দিলেও ফের উঁকি দেয়, হাসিমাখা মুখে। শুনে যাও, রাজনীতিবিদ, নেতা, নেত্রী, সরকার - এই অপরাধের বিচার হবেই, শত বছর চলে যাক...... তোমাদের প্রজন্ম দিয়ে হলেও শোধ করতে হবে নির্লিপ্ততার ঋণ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.