সত্যিকারের ভালোবাসা মানুষের জীবনকে পাল্টে দেয় .........
বই মেলায় যাওয়ার জন্য মোহাম্মদপুর থেকে বাসে উঠলাম, বসেছি ভ্রাইভারে পেছনের ২য় সিটে । যথা নিয়মেই বাস চলছে থেমে থেমে কিছুক্ষণ পর পর লোকজন উঠছে অবার কেউ কেউ নামছে,তখন বাস ধানমন্ডি ১৫ নাম্বারে দেখলাম একজন মহিলা আর তার সাথে কলেজ পড়ুয়া একটি মেয়ে বাসে উঠে এ দিক ওদিক তাকিয়ে বসার জন্য খালি সিট খুজছে,আমার সামনের সিটে একজন পুরুষ আর একজন মহিলা বাকী একটি সিট খালি । যে মহিলা মাএ বাসে উঠল তিনি খালি
সিটটিতে তার মেয়েকে বসতে বললো , মেয়েটি বসে পড়ল্ । আমি যে সিটটিতে বসলাম সেখানে আমার পাশে দু'জন মেয়ে বসে আছে,মহিলা ঠিক আমার সিটের পাশে এসে দাড়িয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। বাস কিছুদূর আসার পর আমাকে উদ্দেশ্যকরে বললো,আপনি
এখানে বসে আছেন কেন ? আমি হা করে তার দিকে তাকিয়ে বললাম কোথায় বসবো? মহিলা
কিছুটা জোরেই বললো কোথায় বসবো মানে-এটা মহিলাদের সিট ,তখন আমি বিণয়ের সাথেই
বললাম আপনি বসবেন ?তখন উনি আরো জোরে বললো বসবোনা মানে ,আপনাদের কোন কান্ড-ঞ্জ্যান নাই মহিলাদের সিটে বসে আছেন ?আমি বললাম আস্তে কথা বলেন এত চেচামেচি
করছেন কেন ?মহিলা বললো তাহলে কি করবো ?আমি তখন এক রকম রাগ হয়েই বললাম
পেছনে অনেক সিট খালি আছে ওখানে গিয়ে বেসেন,আর মহিলা/পুরুষের সিট কি ?আপনারা
রাস্তায় গিয়ে মিছিল করে সম-অধিকার /সম-অধিকার বলে চেচামেচি করেন আবার জায়গায় জায়গায়
মহিলা/পুরুষ বিভক্ত করেন,কেউ কি আপনাদেরকে সম-অধিকার হাতে তুলে দিয়ে যাবে ?এভাবে
মহিলা/পুরুষ বিভক্ত না করে মহিলা/পুরুষ দু'জনকেই মানুষ মনে করেই সম-অধিকার আদায়
করতে হবে।এভাবে বাসে পুরুষের সিট আর মহিলাদের সিট নিয়ে চেচামেচি করলে বাহিরে
ঘুরা-ফেরা করা লাগবে না ,ঘরেই বসে থাকতে হবে আজীবন - এই বলে সিট ছেড়ে মহিলাকে বসার জায়গা করে দিলাম ।(দয়া করে কেউ আমার কথা গুলো অন্য ভাবে নিবেন না,আমি
শুধু মাএ মহিলা/পুরুষ বিভক্ত না করে সবাইকে মানুষ হিসাবে গন্য করার জন্য অনুরোধ
জানাচ্ছি ) এ বিষয়ে কারো কনো মন্তব্য থাকলে জানাবেন আশা করি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।