আমাদের কথা খুঁজে নিন

   

দুর্ঘটনা

ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা চারিদিকে জটলা পাকানো লোকজন । অতি উৎসাহী জনতার মতো ভীর ঠেলে সামনে এগুতেই চোখ পড়ল একটা ফুলের তোরা রাস্তায় পড়ে আছে । পাশেই মাথা থেঁতলানো অবস্থায় পড়ে আছে মোটর সাইকেল আরোহীর লাশ ! আমার সমস্ত শরীর কাঁপছে । প্রচণ্ড শীতের মাঝেও শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে ! নাহ আজ আর অফিসে যাবনা । সকাল বেলায় এই বীভৎস দৃশ্য আমার সবকিছুকে ম্লান করে দিলো ।

আজ মনে প্রস্ন জাগছে প্রকিতি মনের রোগ তারায় ? না বাড়ায় ? ঝটপট বাসায় ফিরে এলাম । কিছুতেই মন থেকে মস্তক ভর্তা হওয়া মানুষটিকে সরাতে পারছিনা ! দুপুরে ঘুমাবার চেষ্টা করলাম । আবারো একটা দুঃস্বপ্নে ঘুম ভাঙল ! হাই তুলতে তুলতে টিভি টা ছাড়লাম । আবারো সেই আরোহীর মৃত্যু সংবাদ ! স্বজন হারানো বেদনায় স্বজনদের আহাজারি ! লোকটার স্ত্রীর গগনবিদারী কান্না দেখে চোখ থেমে গেলো । এ আমি কাকে দেখছি ! মুখটা খুব পরিচিত ! কলেজে এক সাথে পরতাম, সুমি নয়তো ? পরের দিন খবরের কাগজে প্রকাশিত হোল বিবাহ বার্ষিকীর ফুল দেয়া হলনা স্ত্রীকে ! ঘাতক বাস কেড়ে নিলো প্রান ! ৭ দিন পর অন্য এক বান্ধবীর কাছ থেকে সুমির ফোন নং সংগ্রহ করলাম ।

ফোন করে পরিচয় দিতেই শিশুদের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো ! আমারও চোখের পাতা কাপছে। চোখের পানি গড়িয়ে পরছে । ধীরে শান্ত গলায় জানতে চাইলাম তোর বাচ্চা আছে কি ? কাঁতর কণ্ঠে ও জবাব দিলো এক মেয়ে !! ৩ বছর বয়স । আমার বুকটা হু হু করে উঠলো । বিধাতা ক্যান এতো নিষ্ঠুর হয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।