আমাদের কথা খুঁজে নিন

   

বিমান দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, মন খারাপ



রাতে শোবার আগে, ঘুম না এলে, অনেকে খবর দেখেন। দেখতে দেখতে জানলাম- ভারতের ব্যাংগালুরুতে বিমান দুর্ঘটনার কথা। দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার প্লেন স্হানীয় এয়ারপোর্টে পাইলটের ২০০০ ফিট ওভারশটে দুর্ঘটনায় পড়ে। সব দেহ ও ব্ল্যাক বক্স পাওয়া গেছে। এয়ারপোর্ট টার্মিনাল থেকে বুঝতে পেরেছিল কিছু একটা অঘটন ঘটতে যাচ্ছে।

১৫৮ জন যাত্রী নিহত, অলৌকিকভাবে ৮ জন রক্ষা পেয়েছে। মোট ১৬৬ জনের ৬ জন ক্রু। যাত্রীতালিকায় ৪ জন শিশু, ১৯ জন কিশোর-কিশোরী। দুর্ঘটনা বুঝতে পেরে কয়েকজনকে বাইরে নিক্ষেপ করা হয়। প্নেন ক্র‌্যাশ করার পর আগুন লাগে ।

ইউনিয়ন সিভিল এভিয়েশন মন্ত্রী প্রফুল প্যাটেল নৈতিক দায় নিজে নিয়ে পদত্যাগ করতে চেয়েছেন। প্রধানমন্ত্রী তাকে বিরত করেছেন। তাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী শোকবার্তা দিয়েছেন। নিহতের ক্ষতিপূরণ মাথাপিছু ২ লক্ষ, আহতরা চিকিৎসা ব্যয় ও ৫০,০০০ করে রূপী পাবে। সাথে সাথে উদ্ধারকাজ, যাত্রী তালিকা, দুবাই, মুম্বাই, ব্যাংগালুরু বিমানবন্দরের হটলাইন নাম্বার জানিয়ে দিল।

দুবাই তে স ব পরিবার পরিজন খোঁজ-খবর নিচ্ছে। গত এক দশকে এমন বিমান দুর্ঘটনা ঘটেনি। মনটা খারাপ, নিজ দেশে বা যে কোন দেশে, কোন রকম দুর্ঘটনার সংবাদ পেলে খারাপ লাগে। ঘুম তো পালালো। ব্লগে এলাম, এখানে দেখি ব্লগার দুর্ভাষীর দুর্ঘটনার খবর।

তার ভাগ্নী শারলি ও অন্যান্যরা আহত। চিকিৎসা, সুস্হতা দ্রুত পাক। যত না চাই তাও যে দুর্ঘটনা ঘটে! দয়াময় আল্লাহ সহায় হোন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.