নিজেকে নিয়ে ভাবছি
সিরাজগঞ্জে বিরোধীদলীয় নেত্রীর জনসভার সময় রেল দুর্ঘটনা নিয়ে কতগুলো গুরুতর প্রশ্ন উঠেছে। সাতজনের প্রাণহানির পরে ক্ষুব্ধ জনতার ট্রেনে আগুন ধরিয়ে দেয়া স্রেফ দুর্ঘটনা না পরিকল্পিত দুর্ঘটনা। এর সাথে দায়িত্বহীনতাও রয়েছে কি না সে প্রশ্নও উঠেছে।
জনসভাটি হওয়ার কথা ছিলো উল্লাপাড়ায়। কিন্তু যুবলীগ ও ছাত্রলীগ একই স্খানে সমাবেশ ডাকায় বিএনপি নেতারা সমাবেশস্খল বদলে বঙ্গবìধু সেতু থেকে তিন কিলোমিটার দূরে সয়দাবাদকে বেছে নেয়।
উল্লাপাড়ায় বিএনপি’র জনসভা প্রতিহত করার ডাক না দিলে সয়দাবাদকে জনসভার স্খান হিসেবে বেছে নেয়া হতো না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এরপরও এই জনসভার প্রয়োজনীয় নিরাপত্তা দেয়ার জন্য জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে তা যোগাযোগ সচিবকেও জানানো হয়। অর্থাৎ, বেগম খালেদা জিয়ার জনসভার বিষয়টি সম্পর্কে সরকারের সর্বোচ্চ পর্যায়ে অবগত ছিল। যোগাযোগ মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিব জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্খা নিতে অনুরোধ জানান।
যোগাযোগ মন্ত্রণালরের কর্তৃপক্ষকেও জানানোর কথা। সেটি হয়ে থাকলে জনসভার বিষয়টি রেল কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। আবার রেলের পক্ষ থেকে বলা হয়েছে তারা জানে না জনসভার বিষয়টি। সব কিছুতেই এক ধরনের অস্পষ্টতা।
জনসভাস্খলের দুই কিলোমিটারের মধ্যে দুইটি রেল স্টেশন থাকায় ট্রেনের গতিবেগ কম থাকার কথা বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
কিন্তু ট্রেনটির সহকারী চালক রাজগোবিন্দ দাস বলেছেন, তিনি জনসভার বিষয়টি একেবারেই অবগত ছিলেন না। ফলে স্বাভাবিক গতিতে ট্রেন চালিয়েছেন। এ দিন ট্রেনের চালক আসির উদ্দিন ট্রেনে থাকলেও তা চালাচ্ছিলেন সহকারী চালক রাজগোবিন্দ দাস। রাজগোবিন্দ বলেছেন, ভ্যাকুয়াম পাইপলাইন ছিঁড়ে যাওয়ার কারণে তিনি ট্রেনটি থামিয়েছেন। ট্রেনটি জনসভাস্খল অর্থাৎ দুর্ঘটনার পর কেন থামানো হয়েছিল তা একটি বড় প্রশ্ন হয়ে রয়েছে।
কারণ এ ধরনের ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটলেও রেল স্টেশন ছাড়া ট্রেন থামানোর কোনো নজির নেই। গেটম্যান হীরামন দাস সাধারণ মানুষকে সরিয়ে দেয়ার চেষ্টা করলেও ট্রেন থামানোর সিগন্যাল দেননি। ট্রেনটি দুর্ঘটনার পর থামানোর ফলে ক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। জিআরপি থানার ওসি বিমল কুমার চাকী ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রাজ গোবিন্দের সাক্ষ্য নিয়েছেন। বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তদন্ত সুষ্ঠু হবে না।
কারণ যোগাযোগ ও স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে আগেই মন্তব্য করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।