তর্ক নয় বিতর্ক পৃথিবীতে এমন কোন জাতি কি আছে যারা ভাষার জন্যে দিয়েছে প্রাণ ? আছে,নাম তার বাংলাদেশ । বিশ্বের বুকে এক খন্ড দেশ , কত ছোট তবুও আছে তার কতইনা সমৃদ্ধ ইতিহাস । আছে তার গর্ব করার মত এক ভাষা নাম তার বাংলা, আছে অনেক কষ্টে অর্জিত স্বাধীনতা । তাই মাতৃভাষা দিবসে আরও একবার জানিয়ে দিতে চাই সারা বিশ্বকে বাংলা আছে, বাংলাদেশ আছে যারা ভাষার জন্যে দিয়েছিল প্রাণ । নিচের ছোট্ট মেইলটি গুগল এর কাছে পাঠিয়ে দিন অথবা নিজের মতো কাস্টমাইজ করে দু চারটা লাইন যোগ করে দিতে পারেন |ছবিটি এটাচ করে মেইলটুকু লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায় | যেভাবে মেইলটি করতে হবে : Dear Doodle Team, Please give a Doodle for 21 February - International Mother Language Day. For instance please have a look of these URL’s for consideration that this day had already been got international recognition: UNESCO Link: http://goo.gl/q88xW United Nation Link: http://goo.gl/xMcsf Wikipedia Link: http://goo.gl/9Xikq We wished to select a doodle logo for our own made, if you wish to select please take a look for it at attachment. If you want to redesign the Doodle it will be appreciated too. Thanks Your Name (আপনার পুরো নাম ইংরেজীতে) A Proud Citizen of Bangladesh. চেষ্টা করতে দোষ কি ..... দেখা যাক কি হয় | ২১'র প্রথম প্রহরে যখন দেখবেন Google এর চেহারা বদলে আমার দেশের শহীদ মিনার,তখন কেমন গর্বে আপনার বুকটা ভরে যাবে একবার ভেবে দেখেছেন কি ? উৎসর্গ : সকল শহীদদের যারা ভাষার জন্যে দিয়েছিল প্রাণ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।