ভালবাসি, ভালবাসি, ভালবাসি, ভালো থেকো উড়ন্ত প্রজাপতি।
বিশ্বপ্রযুক্তিতে গুগলকে দমিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। অচিরেই ৫ গিগাবাইটের ফ্রি অনলাইন ড্রাইভ নিয়ে হাজির হচ্ছে গুগল। আর তাতে খুব বেশি কালক্ষেপণও করবে না গুগল। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
এ গুগল ড্রাইভে ভোক্তারা প্রয়োজনীয় ছবি, ভিডিওচিত্র এবং অনলাইন কনটেন্ট সংরক্ষণ করতে পারবেন। এ সেবা প্রচলিত ড্রপবক্সকে দারুণ প্রতিযোগিতার মুখোমুখী করবে।
শুরুতেই গুগল ড্রাইভ দুটি সেবা নিয়ে হাজির হচ্ছে। একটি ফ্রি ড্রাইভ (৫ জিবি)। অন্যটি প্রিমিয়াম (১০০ জিবি)।
তবে প্রিমিয়াম সেবার জন্য কতটা মাসিক সেবাব্যয় নির্ধারিত হবে তা নিশ্চিত করেনি গুগল। এমনকি এ বিষয়ে আগাম কোনো ধারণা দিতেও চাইছে না গুগল।
এ সেবাকে পুঁজি করে গুগল গুটি গুটি পাঁয়ে ক্লাউড স্টোরেজের দিকে এগিয়ে যাচ্ছে। আর তাতে গুগল অপ্রতিরোধ্য হবে সে বার্তাটাই ক্রমেই সুস্পষ্ট হয়ে উঠছে। আর ইন্টারনেট ব্যবহারযোগ্য যেকোনো পণ্যতেই গুগল ড্রাইভের সুবিধা উপভোগ করা যাবে।
এ ধরনের সেবার বাজারে এখন ড্রপবক্স, বক্স, এবারনোট, মাইক্রোসফট এবং স্কাইড্রাইভ সুনামের সঙ্গেই কাজ করছে। তবে গুগলের ঘোষণায় এ প্রতিষ্ঠানগুলো অনেকটাই নড়েচড়ে বসেছে।
অনলাইনের অবাধ তথ্য সংস্কৃতি চর্চাকে আরও সমৃদ্ধ করতে গুগল বসে থাকার পাত্র নয়। তবে এ ধরনের সেবায় গুগল আগ্রহী হয়ে উঠবে তা সংশ্লিষ্ট অনেকেরই ধারণায় ছিল না।
এ অভিনব সেবার মাধ্যমে ডিজিটাল ডাটা, মিউজিক এবং ফটো অনলাইনে সুরক্ষিত রাখা সম্ভব।
আর তা উপভোগ করা যাবে রিমোট ইন্টারনেট সার্ভারের ডাটা অ্যাকসেসের মাধ্যমে। এ ছাড়াও স্মার্টফোন, ট্যাবলেট এবং ডেস্কটপ কমপিউটারেরও এ ‘গুগল ড্রাইভ’ অনায়াশেই ব্যবহার করা যাবে।
গুগল ড্রাইভের এ সেবা অচিরেই বাজিমাত করতে আত্মপ্রকাশ করবে। তবে সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও নিশ্চিত করেনি গুগল সূত্র। শুধু সার্চ ইঞ্জিন ব্যবসায় গুগল ২০১১ সালে ৩ হাজার ৮০০ কোটি আয় করেছে।
গুগল খুদে বিজ্ঞাপননির্ভর প্রতিষ্ঠান। আর এ থেকে ৯৬ ভাগ আয় অর্জিত হয়।
বাংলাদেশ সময় ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
বিশ্বপ্রযুক্তিতে গুগলকে দমিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। অচিরেই ৫ গিগাবাইটের ফ্রি অনলাইন ড্রাইভ নিয়ে হাজির হচ্ছে গুগল। আর তাতে খুব বেশি কালক্ষেপণও করবে না গুগল।
সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।
এ গুগল ড্রাইভে ভোক্তারা প্রয়োজনীয় ছবি, ভিডিওচিত্র এবং অনলাইন কনটেন্ট সংরক্ষণ করতে পারবেন। এ সেবা প্রচলিত ড্রপবক্সকে দারুণ প্রতিযোগিতার মুখোমুখী করবে।
শুরুতেই গুগল ড্রাইভ দুটি সেবা নিয়ে হাজির হচ্ছে। একটি ফ্রি ড্রাইভ (৫ জিবি)।
অন্যটি প্রিমিয়াম (১০০ জিবি)। তবে প্রিমিয়াম সেবার জন্য কতটা মাসিক সেবাব্যয় নির্ধারিত হবে তা নিশ্চিত করেনি গুগল। এমনকি এ বিষয়ে আগাম কোনো ধারণা দিতেও চাইছে না গুগল।
এ সেবাকে পুঁজি করে গুগল গুটি গুটি পাঁয়ে ক্লাউড স্টোরেজের দিকে এগিয়ে যাচ্ছে। আর তাতে গুগল অপ্রতিরোধ্য হবে সে বার্তাটাই ক্রমেই সুস্পষ্ট হয়ে উঠছে।
আর ইন্টারনেট ব্যবহারযোগ্য যেকোনো পণ্যতেই গুগল ড্রাইভের সুবিধা উপভোগ করা যাবে।
এ ধরনের সেবার বাজারে এখন ড্রপবক্স, বক্স, এবারনোট, মাইক্রোসফট এবং স্কাইড্রাইভ সুনামের সঙ্গেই কাজ করছে। তবে গুগলের ঘোষণায় এ প্রতিষ্ঠানগুলো অনেকটাই নড়েচড়ে বসেছে।
অনলাইনের অবাধ তথ্য সংস্কৃতি চর্চাকে আরও সমৃদ্ধ করতে গুগল বসে থাকার পাত্র নয়। তবে এ ধরনের সেবায় গুগল আগ্রহী হয়ে উঠবে তা সংশ্লিষ্ট অনেকেরই ধারণায় ছিল না।
এ অভিনব সেবার মাধ্যমে ডিজিটাল ডাটা, মিউজিক এবং ফটো অনলাইনে সুরক্ষিত রাখা সম্ভব। আর তা উপভোগ করা যাবে রিমোট ইন্টারনেট সার্ভারের ডাটা অ্যাকসেসের মাধ্যমে। এ ছাড়াও স্মার্টফোন, ট্যাবলেট এবং ডেস্কটপ কমপিউটারেরও এ ‘গুগল ড্রাইভ’ অনায়াশেই ব্যবহার করা যাবে।
গুগল ড্রাইভের এ সেবা অচিরেই বাজিমাত করতে আত্মপ্রকাশ করবে। তবে সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও নিশ্চিত করেনি গুগল সূত্র।
শুধু সার্চ ইঞ্জিন ব্যবসায় গুগল ২০১১ সালে ৩ হাজার ৮০০ কোটি আয় করেছে। গুগল খুদে বিজ্ঞাপননির্ভর প্রতিষ্ঠান। আর এ থেকে ৯৬ ভাগ আয় অর্জিত হয়।
______________________________________
সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ সময় ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।