আমাদের কথা খুঁজে নিন

   

গুগলে গুপ্তধন!

আমি আছি সেইখানে............যেখানে নই তোমরা...তাই বলে নই আমি একা প্রযুক্তি বিপ্লবে পাল্টে গেলো শত বছর আগের গুপ্তধন খোঁজার মিশন। এমনই এক অভিনব মিশন শুরু হচ্ছে পহেলা সেপ্টেম্বর থেকে। তবে তা আর এই মাটির মর্তে নয় রয়েছে ইন্টারনেটে; গুগল আর্থ-এ। মোট ১৪টি ‘গুগল ধাঁধা’র জবাব দিয়ে সেখান থেকে গুপ্তধন উদ্ধার করতে পারলেই মিলবে নগদ ৩৪ লাখ ১১ হজার ৭২০ টাকা! গুপ্তধন খুঁজে নগদ অর্থ জয়ের এ মিশনে যোগ দিতে দরকার হবে নিজের তীক্ষ্ণ বুদ্ধি, গুপ্তধন জয় করার দুর্নিবার ইচ্ছা, ইন্টারনেট কানেকশন আর ‘দ্য গ্রেট গ্লোবাল ট্রেজার হান্ট’ নমের একটি বই। ডেইলি টেলিগ্রাফ, গুগল আর্থ এবং পাবলিশিং কোম্পানি কার্লটন বুকস মিলে বের করেছে এ বইটি।

বইটির লেখক ডিডোপুলোস কিছুটা ড্যান ব্রাউনের সৃষ্ট চরিত্র রবার্ট ল্যাংডনের মতো মানুষ। তার সারা জীবন কেটেছে গোপন সিম্বলজি এবং গাণিতিক কোডের রহস্য নিয়ে কাজ করে। এবারে তিনি তার এই রহস্যপ্রিয়তাকে ছড়িয়ে দিতে চান সবার মধ্যে। আর এ জন্য তিনি বইটিতে যোগ করেছেন ১৪টি দুর্পাঠ্য ছবি। এই ১৪টি ছবিই হলো একেকটা ধাঁধা।

এই ধাঁধাগুলো সমাধান করতে পারলে মিলবে মিশন জয়ের গুরুত্বপূর্ণ ক্লু। সেগুলো ব্যবহার করে এবং নিয়মিত গুগল আর্থের রেফারেন্সের সহযোগিতায় খুঁজে বের করতে হবে সেই গোপন জায়গাটি যেখানে লুকানো আছে গুপ্তধন। অবশ্য গুপ্তধন বলা হলেও আসলে কিছু লুকানো নেই জায়গাটিতে। গুপ্তধন উদ্ধার মিশনে অংশগ্রহনকারীকে কেবল বের করতে হবে ওই সুনির্দিষ্ট স্থানটি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.