আমাদের কথা খুঁজে নিন

   

তথ্য অপসারণে গুগলে চাপ বাড়ছে

গুগলের বিভিন্ন তথ্য মুছে ফেলার অনুরোধ বা নির্দেশ ক্রমাগত বাড়াচ্ছে বিভিন্ন দেশের সরকার। ইউটিউব ভিডিও সাইট, ব্লগিং এবং অন্যান্য সার্ভিসের রাজনৈতিক কথোপকথন ও মানহানিকর তথ্য অপসারণ করতে বিভিন্ন দেশের সরকার চাপ সৃষ্টি করছে বলেও জানিয়েছে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল। খবর ইয়াহু নিউজ-এর। রবিবার গুগল নিজস্ব ওয়েবসাইটে গত বছরের শেষ ৬ মাসে বিভিন্ন দেশ থেকে আসা এ ধরনের অনুরোধের পরিসংখ্যান প্রকাশ করেছে। ষষ্ঠবারের মতো গুগল এ তথ্য প্রকাশ করলো।

গুগল জানিয়েছে, বিভিন্ন দেশের প্রাইভেসি সিস্টেমের ভিন্নতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, বলিভিয়া, চেক প্রজাতন্ত্রসহ অনেক দেশের সরকার গুগলের বিভিন্ন তথ্যের বিষয়ে নানা অনুরোধ ও অভিযোগ করছে। এ ছাড়া, রাজনৈতিক মতামত প্রকাশ নিয়ন্ত্রণ ও প্রাইভেসি রক্ষায় গুগলকে অনুরোধ জানিয়েছে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধ যে কোনো দেশের চেয়ে বেশি। সমঝোতার অভাবে তার কিছু গড়িয়েছে আদালত পর্যন্ত। মার্কিন পুলিশ প্রসিকিউটর, কোর্ট এবং বেশ কয়েকটি সরকারি এজেন্সি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১৮৭টি সুনির্দিষ্ট তথ্য অপসারণ করতে অনুরোধ পাঠিয়েছে গুগলের কাছে।

এ সংখ্যা গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাঠানো অনুরোধের চেয়ে দ্বিগুন। যুক্তরাষ্ট্রের আদালত এ সময়ে ১১৭টি কোর্ট অর্ডারের মাধ্যমে ২১৮টি সার্চ রেজাল্ট গুগল থেকে অপসারণ করতে বলে। এতে মানহানিকর ও রাজনৈতিক কটুক্তির কিছু পোস্টও রয়েছে। কোর্ট অর্ডারের ২৫ ভাগ তথ্য ইতোমধ্যেই অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে গুগল। গুগল জানিয়েছে, এ সময়ে জার্মানি ১০৩টি ও ভারত ১০১টি বিষয় মুছতে অনুরোধ জানায়।

ভারতের এ অভিযোগ ৬ মাসে বেড়েছে ৪৯ ভাগ; অন্যদিকে জার্মানির কমেছে ১৮ ভাগ। View this link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.