আমাদের কথা খুঁজে নিন

   

নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালাকারী

Sura Al Imran رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ [٣:٥٣ 53:হে আমাদের পালনকর্তা! আমরা সে বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাযিল করেছ, আমরা রসূলের অনুগত হয়েছি। অতএব, আমাদিগকে মান্যকারীদের তালিকাভুক্ত করে নাও। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ ۖ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ [٣:٥٤ 54: এবং কাফেরেরা চক্রান্ত করেছে আর আল্লাহও কৌশল অবলম্বন করেছেন। বস্তুতঃ আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কুশলী। Sura: At-Taariq إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ [٨٦:١٣ 13: নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালাকারী وَمَا هُوَ بِالْهَزْلِ [٨٦:١٤ 14: এবং এটা উপহাস নয়। إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا [٨٦:١٥ 15: তারা ভীষণ চক্রান্ত করে, وَأَكِيدُ كَيْدًا [٨٦:١٦ 16: আর আমিও কৌশল করি। فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا [٨٦:١٧ 17: অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.