অ আ কিছু অগা ইস্লামিস্ট আর বামের মন্তব্য দেখলে মনে হয় এরা কোনদিনও 'উন্নতি' চায় না। উন্নতি বিষয়টা মহীয়ান করতে পারে এমন যেকোন সংবাদ বা ঘটনার একটা কালো দিক উদঘাটনে এরা মরিয়া হয়ে পড়ে। ২৭ হাজার কর্মী আর তাদের পরিবারের ভরনপোষণ, অথবা দেশের অর্থনীতিতে অবদান, অথবা মানোন্নয়ন বিষয়ক যেকোন আলোচনা এদের এন্টেনায় ধরে না। কারন বোঝাটা সহজ: ইস্লামিস্টদের স্বপ্নরাজ্য সৌদিতে উন্নতির জন্য 'কর্ম' বা 'পরিশ্রম' প্রয়োজন নেই, তোলা তেল বেচেই তাদের যা চেকনাই। আর বামদের স্বপ্নই হলো সবকিছু উল্টে দাও। এর পরে ফল কি হবে, বা আদৌ সেটা বাস্তব কি না, সে বিষয়ে অল্পই বক্তব্য দেখি। আর যারা উন্নতি, বিজ্ঞান কিংবা অর্থনীতি নামক পুঁজিবাদী টপিক নিয়ে কথা বলতে আসবে, তারা অতি অবশ্যই 'পশ্চিমের দালাল' নামক কীট বিশেষ। আসুন, ২৭ হাজার কর্মী'র শোকের উপর থুত ছিটিয়ে আমরা মৃত শিল্পপতির নাম নিয়ে কটুক্তি করতে থাকি। নিশ্চয় বিপ্লব সমাসীন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।