আমাদের কথা খুঁজে নিন

   

যেভাবে কেটে গেল ঈদের সারাটা দিন ! এমন বোর ভাবে নিশ্চয় কারও কাটেনি ?

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

ঈদ মানেই আনন্দ, ঈদ মানই খুশী, কিন্তু আজ যেন সে আনন্দতেই ভাগ বসাতে যাচ্ছিল বৃষ্টি, সকালে যখন ঈদগাহে যাবার প্রস্ততি পর্ব চলছিল ঠিক তখনই যেন আকাশ তার শুভ্র বর্ন ছেড়ে বিবর্ণ হয়ে গেল, জানিয়ে দিল আজ ঈদটা আমার তা কি হয় ? এদিকে ছেলেপুলেগুলোর মুখগুলো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, এভাবে যদি সারাদিন কেটে যায় তাহলে ঈদটা পুরোটাই মাটি, যাই হোক সাত পাচ ভাবা বন্ধ করে বাড়ী থেকে বেরুনোর সাথে সাথে বৃষ্টি পুরোদমে শুরু কোনমতে ঈদগাহের পরিবর্তে মসজিদের সিড়িতে ঈদের নামাজ আদায় করে বাড়ী ফিরেছি। ওমনি দেখি আকাশ তার রূপ পাল্টাতে শুরু করেছে। ভালই খেল দেখাতে পারে আকাশ ! আগের দিনগুলোতে ঘোরাঘুরির পর্ব ছিল, এখন কেমন জানি সেগুলো প্রায় ভুলতেই বসেছি, বাড়ীতেই শুয়ে বসে গড়াগড়ি করে যে ঈদ পালন করতে হবে তারই পূর্ব প্রস্তুতি ছিল। বন্ধু-বান্ধব অনেক দূরে, আত্মীয় স্বজন যারাই ঢাকাই থাকতেন, তারা সবাই বাড়ীতে। সুতরাং একা একা করা মজা। আর যাই হোক মজা তো একা করা যায়না। তাই সকাল থেকেই পিসি-টার সামনে, এই একমাত্র সঙ্গী যার সাথে মজা করা যায় এমনকি সেও মজা কম দেয়না, কিছুন ব্লগে তারপর নেট কানেকশনটা সুইচ অফ করে মুভি live free or die hard পুরোটা শেষ করলাম ততনে পেট তার সংকেত পাঠিয়েছে মস্তিষ্কে কিছু ভরা দরকার, পুরো দু'ঘন্টার বিরতিহীন উইদআউট স্বপ্ন এক ঘুম শেষ করে উঠে দেখি দুপুর গড়িয়ে গিয়েছে। আবারও সেই পিসির সামনে বসা, কিছুন গেম খেলা, তারপর শুরু হল spiderman 3 দেখা। ওটা শেষ করতে করতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। এবার মা খুব করে বকা দিচ্ছেন সারাদিন ঘরকুনোর মত ঘরে বসে থাকা, মাকে শান্ত করার জন্য মা-এর উপহার স্বরুপ দেয়া প্যান্ট – শার্টটা পড়ে সামনে দাড়িয়ে “দেখত মা সব ঠিক আছে কিনা” আর কতক্ষন এভাবে, সারাটা দিন তো ঘরেই পার কারে দিলাম, এখন এশার আযান দিচ্ছে আর ওয়ার্ডে বসে বসে শেয়ার করছি এই পোষ্ট আমারটাতো না হয় সবাই জানলেন, কিন্তু সবাই কিভাবে কাটালেন এই ঈদের দিনটা ? নিশ্চয় আমার মত এমন বোর ভাবে কেউ কাটাননি !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.