মানুষ হতে চাই। আমি দারুন হতাশ, কষ্ট পাচ্ছি খুব। প্রতিদিন ভাবি আজ সামুর পাতা খুললেই সামু আমাকে খুশি করবে। প্রথম পাতায় যেকোন একটা লেখা ছেপেই আমার বন্ধন খুলে মুক্ত করবে আমার বাধা। আমি সামুর আকাশে স্বাধীন ভাবে মন্তব্য লিখতে পারবো।
আমার এ স্বপ্নটা কি সামুর মডারেটরগণের কাছে পৌছাবে না। আর কত অপেক্ষা , এ প্রহর কি শেষ হবে না? বিজয়ের মাসে এটাই আমার কাছে স্বাধীনতার আনন্দ , আজ আমার একটা লেখা সামুর প্রথম পাতায় জায়গা পেয়েছে এবং আমি সকল লেখার উপর মন্তব্য লেখার যোগ্যতা অর্জন করেছি। এটা কি স্বাধীনতা নয়?????????????????????????????? এডিট করুন
আমাকে স্বাধীনতা দিবেন এবং মুক্তভাবে উড়াতে উৎসাহিত করবেন। এই আশায় প্রতিদিন সামুর আকাশে আমার লেখা খুঁজব। জানি একদিন আমাকে সামু সদস্য করে আপন করে নিবে।
সেই প্রতিক্ষায় রইলাম!!!!!!!!!!!!!!! থাকব যতদুর পর্যন্ত..........................................? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।